প্রতীকী ছবি।
অরিজিৎ গুপ্ত, হাওড়া: বৃষ্টির রাতে পাড়ার সারমেয়রা দাঁড়িয়ে থাকা দুটি টোটোতে গা বাঁচাতে আশ্রয় নিত। সেই বিষয়টি বরাবরই আপত্তি ছিল টোটোমালিকের। সারমেয়দের শিক্ষা দিতে সেই টোটো দুটিতেই বিদ্যুৎ সংযোগ করে রাখা হয়েছিল বলে অভিযোগ। রাতে ওই টোটোতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একটি সারমেয় মারা গেল বলে অভিযোগ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হাওড়ার আন্দুল রোডের দানেশ শেখ লেনে। ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনায় টোটোমালিক অভিযুক্ত বাপি সাহাকে আটক করেছে পুলিশ।
দিন কয়েক আগে নদিয়ার গয়েশপুরে একটি স্কুল প্রাঙ্গণে একটি সারমেয়কে পিটিয়ে মারার অভিযোগ উঠেছিল। সেই ঘটনায় ওই স্কুলের প্রধান শিক্ষককে গ্রেপ্তার করে পুলিশ। ওই ঘটনায় রীতিমতো আলোড়ন ছড়িয়েছিল সামাজিক মাধ্যমে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার হাওড়ায় এই ঘটনা ঘটল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দানেশ শেখ লেনে ওই টোটোমালিক থাকেন। ওই এলাকায় রাতে রাস্তার উপরেই দুটি টোটো গ্যারাজ করে রাখা হয় বলে খবর। ওই টোটোতে এলাকার কিছু সারমেয় রাতে উঠে ঘুমায়। বৃষ্টির রাতে তারা আশ্রয় নেয় বলে খবর। যদিও সেই বিষয়টি একদমই ভালোভাবে নিতেন না ওই ব্যক্তি। সারমেয়দের মারধর করার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
দিন কয়েক ধরে নিম্নচাপ ও বর্ষার বৃষ্টি চলছে। ফলে রাতে বৃষ্টি থেকে বাঁচতে কিছু সারমেয় দুটি টোটোতে আশ্রয় নিচ্ছিল। অভিযোগ, রাতে কুকুর ওঠা রুখতে ওই টোটোমালিক দুটি গাড়িতেই তার জড়িয়ে বিদ্যুৎ সংযোগ করে রাখেন। এলাকারই একটি সারমেয় সেই টোটোতে উঠতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় বলে অভিযোগ। এদিন সকালে ওই টোটোর সামনেই ওই সারমেয়টির মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। ঘটনায় তুমুল উত্তেজনা ছড়ায় এলাকায়।
বিষয়টি নজরে আসতেই হাওড়া জেলার একটি পশুপ্রেমী সংগঠনের তরফে ওই টোটো মালিকের বিরুদ্ধে এজেসি বোস বি গার্ডেন থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। কুকুরটিকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করে সংগঠনটি। পুলিশ কুকুরটির দেহ ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। এ বিষয়ে হাওড়া সিটি পুলিশের এক পদস্থ কর্তা বলেন, ‘‘মৃত সারমেয়টির ঠিক কীভাবে মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের রিপোর্ট থেকে বোঝা যাবে। তারপরেই ব্যবস্থা নেওয়া হবে। এদিন সরকারি পশু হাসপাতালে কুকুরটির ময়নাতদন্ত হয়ে গিয়েছে।’’ এই প্রসঙ্গে হাওড়ার ডগলাভার ইপ্সিতা রায় বললেন, ‘‘ওই টোটো দুটিতে বিদ্যুৎ সংযোগ থাকার জন্য শুধু একটি কুকুরের মৃত্যু নয়। একাধিক কুকুর জখম হয়েছে। এভাবে সরকারি রাস্তায় বেআইনিভাবে টোটো পার্ক করে কীভাবে তাতে বিদ্যুৎ সংযোগ করা হয়? পুলিশের কাছে তদন্ত দাবি করেছি।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.