Advertisement
Advertisement

রাজ্যে মোট করোনা আক্রান্ত ৫ লক্ষ ২৬ হাজার, কলকাতায় একদিনে সংক্রমিত পাঁচশোরও বেশি

গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ হারিয়েছেন ৪৫ জন।

Almost 5 lakh 26 thousand people are effected by corona virus in West Bengal | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Sulaya Singha
  • Posted:December 15, 2020 9:04 pm
  • Updated:December 15, 2020 9:15 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্য স্বাস্থ্যদপ্তর সোমবার জানিয়েছিল, ২৪ ঘণ্টায় ৩১ হাজারের কিছু বেশি মানুষের করোনা পরীক্ষা হয়েছে। ফলে একদিনে আক্রান্তের সংখ্যা ছিল ১৮০০-র কিছু বেশি। যা আপাত দৃষ্টিতে অন্যান্য দিনের তুলনায় অনেকটাই কম। কিন্তু মঙ্গলবার টেস্টের সংখ্যা বাড়তেই বাড়ল আক্রান্তও।যদিও স্বস্তি দিচ্ছে রাজ্যের সুস্থতার হার।

Advertisement

এদিন রাজ্য স্বাস্থ্যদপ্তরের বুলেটিন অনুযায়ী, বাংলায় একদিনে করোনা (Corona Virus) আক্রান্ত হয়েছে ২ হাজার ২৮৯ জন। যার মধ্যে সর্বাধিক সংক্রমিতের হদিশ মিলেছে উত্তর ২৪ পরগনায় (৫২৩)। দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা (৫০৩)।দক্ষিণ ২৪ পরগনা ও পশ্চিম বর্ধমানের সংক্রমণের ছবিটাও বিশেষ স্বস্তিজনক নয়। একদিনে এই দুই জেলায় করোনা আক্রান্ত হয়েছেন যথাক্রমে ১৬৪ ও ১২৩। গত ২৪ ঘণ্টায় আবার হাওড়ায় আক্রান্ত হয়েছেন ১১৩ জন। সবমিলিয়ে বাংলার মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫ লক্ষ ২৫ হাজার ৯১৮ জন। তবে গতকালের তুলনায় কমেছে অ্যাকটিভ কেস। বর্তমানে চিকিৎসাধীন করোনা সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৬৬৩ জন।

[আরও পড়ুন: ৯ দিন পর উলটো সুর! উলেন রায়ের প্রথম ময়নাতদন্তের রিপোর্টেই সন্তুষ্ট পরিবার ও বিজেপি]

স্বস্তি দিয়ে বাড়ছে বাংলায় কোভিডজয়ীর সংখ্যাও। ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ২ হাজার ৯৬৫ জন। ফলে রাজ্যে মোট করোনা জয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ লক্ষ ৯৬ হাজার ১১০ জন। সুস্থতার হার ৯৪.৩৩। তবে মারণ ভাইরাস এখনও প্রাণ কাড়ছে মানুষের। একদিনে ভাইরাসের বলি ৪৫ জন। রাজ্যে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৯ হাজার ১৪৫ জনের।

নতুন বছরের শুরুর দিকেই ভ্যাকসিন হাতে পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল হচ্ছে ঠিকই। এ রাজ্যে কোভ্যাক্সিনের তৃতীয় পর্যায়ের ট্রায়ালও চলছে। তবে যতদিন পর্যন্ত ভ্যাকসিন আসছে না ততদিন ক্ষুদ্রাতিক্ষুদ্র ভাইরাসকে রোখার একমাত্র পন্থা টেস্টিং। তাই কেন্দ্র এবং রাজ্যে অব্যাহত টেস্টিং। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা পরীক্ষা হয়েছে ৪১ হাজার ৫৬৯ জনের। এখনও পর্যন্ত মোট ৬৪ লক্ষ ৯৬ হাজার ৭৩৬ টি নমুনা পরীক্ষা হয়েছে।

[আরও পড়ুন: মেদিনীপুরে অমিত শাহের হাত ধরেই কি বিজেপিতে শুভেন্দু অধিকারী? তুঙ্গে জল্পনা]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ