সুমন করাতি, হুগলি: বঙ্গবাসীর জন্য বিরাট সুখবর। ৪৩০ কোটি টাকা বিনিয়োগে হুগলিতে ওয়্যারহাউস তৈরির সিদ্ধান্ত আমাজনের। ৫.৬ লক্ষ বর্গফুটের ওয়্যারহাউসে হবে বিপুল কর্মসংস্থান। ই-কমার্স ব্যবসায় যে বিপ্লব ঘটতে চলেছে সে বিষয়ে কোনও সন্দেহ নেই।
হুগলি বসময়ই শিল্প, ব্যবসা ও লজিস্টিক্স ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত। কলকাতার নিকটবর্তী এই অঞ্চল দীর্ঘদিন ধরে ই-কমার্স সংস্থাগুলির কাছে প্রিয় গন্তব্য। ডানকুনি, শ্রীরামপুর এবং চন্দননগরের মতো এলাকায় একাধিক ওয়্যারহাউস ইতিমধ্যেই গড়ে উঠেছে। এবার সেই তালিকায় যুক্ত হল এক নতুন নাম। আমাজন ৫.৬ লক্ষ বর্গফুটের বিশাল ওয়্যারহাউসটি ভাড়া নিয়েছে আগামী ২০ বছরের জন্য। মাসিক ভাড়া ১ কোটি ২৬ লক্ষ টাকা। শুধু ডেলিভারি নয়, এখানে থাকবে উন্নতমানের সাপ্লাই চেন ম্যানেজমেন্ট, আধুনিক প্যাকেজিং সিস্টেম এবং প্রযুক্তিনির্ভর অপারেশনাল মডেল। প্রাথমিক তথ্য অনুযায়ী আমাজনের এই ওয়্যারহাউসটির জন্য ৭ কোটি টাকা সিকিউরিটি ডিপোজিট রেখেছে। লক ইন পিরিয়ড ৫ বছর। প্রতি তিন বছর অন্তর ১২ শতাংশ করে ভাড়া বৃদ্ধি হবে।
এই ওয়ারহাউস তৈরি হলে খুলবে কর্মসংস্থানের নতুন দিগন্ত। লজিস্টিক্স বিশেষজ্ঞ, পরিবহণ ও ডেলিভারি স্টাফ, আইটি ও মেইনটেন্যান্স টিম, নিরাপত্তা ও প্রশাসনিক কর্মী নিয়োগ করা হবে। তার ফলে স্বাভাবিকভাবে স্থানীয় অর্থনীতি চাঙ্গা হবে। বহু পরিবার নতুন আয়ের উৎস পাবে। আমাজনের মূল লক্ষ্য পূর্ব ভারতের ডেলিভারি নেটওয়ার্ককে শক্তিশালী করা। এছাড়া দ্রুত ডেলিভারির মাধ্যমে অন্যান্য ই-কমার্স সংস্থাকে টেক্কা দিয়ে গ্রাহক সন্তুষ্টি বৃদ্ধি। আমাজনের এই পদক্ষেপ হুগলির অর্থনীতিতে নতুন অধ্যায় তৈরি করবে। কর্মসংস্থান, পরিকাঠামো উন্নয়ন এবং ই-কমার্স বিস্তারে এটি নিঃসন্দেহে একটি বিপ্লবী উদ্যোগ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.