Advertisement
Advertisement
Murshidabad

অস্ত্রপাচারের আগে মুর্শিদাবাদে হাতেনাতে গ্রেপ্তার যুবক, চক্রের খোঁজে পুলিশ

গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে।

An arms smuggler arrested from Murshidabad
Published by: Sayani Sen
  • Posted:June 30, 2025 9:04 am
  • Updated:June 30, 2025 9:06 am  

অতুলচন্দ্র নাগ, ডোমকল: প্রচুর আগ্নেয়াস্ত্র-সহ এক অস্ত্রকারবারীকে গ্রেপ্তার করল পুলিশ। রবিবার রাতে অভিযান চালিয়ে মুর্শিদাবাদের ডোমকলের পশ্চিম কুচিয়ামোড়া থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। ধৃতকে সোমবার আদালতে তোলা হবে। 

পুলিশ জানায়, ধৃত অস্ত্রকারবারীর নাম আরব আলি ওরোফে বদর। পশ্চিম কুচিয়ামোড়ায় তার বাড়ি। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে ডোমকল থানার আইসি পার্থসারথী মজুমদারের নেতৃত্বে পুলিশের একটি দল রবিবার রাতে পশ্চিম কুচিয়ামোরায় অভিযান চালায়। পরে বমাল ওই অস্ত্রকারবারীকে গ্রেপ্তার করে। জানা গিয়েছে, ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে ১টি দুর পাল্লার থ্রিনটথ্রি দেশীয় তৈরি বন্দুক, ২টি দূরপাল্লার ১২ বোরের দেশীয় তৈরি বন্দুক, ১টি উন্নতমানের দেশীয় ৭ এমএম পিস্তল ম্যাগাজিন-সহ চার রাউন্ড তাজা গুলি, ২০ রাউন্ড ১২ বোরের গুলি ও চার রাউন্ড ৭ এমএম তাজা গুলি বাজেয়াপ্ত করেছে।

পুলিশ ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করেছে। কোথা থেকে ওই আগ্নেয়াস্ত্র আনা হয়েছে, ওই ব্যক্তি কোথায় যেত, তার সঙ্গে আরও কেউ জড়িত কিনা, খতিয়ে দেখা হচ্ছে। সোমবার ধৃতকে আদালতে তোলা হবে। ১৪ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হবে বলেই খবর। এই নিয়ে চলতি বছরের ২৯ জুন পর্যন্ত ডোমকলের পুলিশ মোট ১৭টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করল। গ্রেপ্তার মোট ১৮ জন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement