Advertisement
Advertisement
Alipurduar

কাঠ কুড়োতে গিয়ে তিন দিনে হাতির হানায় মৃত চার, জলদাপাড়ায় বাড়ছে আতঙ্ক

ফালাকাটায় ১৩ থেকে ১৬ টি হাতি জঙ্গল থেকে বেরিয়েছে শনিবার। হাতি দেখতে ভিড় করেন সাধারণ মানুষ।

Another death due to elephant attack in Jaldapara
Published by: Suhrid Das
  • Posted:December 14, 2024 2:19 pm
  • Updated:December 14, 2024 2:19 pm  

রাজ কুমার, আলিপুরদুয়ার : ফের হাতির হানায় মৃত্যু। আজ শনিবার সকালে আলিপুরদুয়ারের বক্সা ব্যাঘ্র প্রকল্পের ডিমা নদীর ধারে মৃতদেহ উদ্ধার হল। মৃত ব্যক্তির নাম গুঞ্জমান রাভা। তিনি জঙ্গল লাগোয়া দক্ষিণ পোড়ো গ্রামের বাসিন্দা। গত তিন দিনে জলদাপাড়া এলাকায় চার জন হাতির হানায় মারা গেলেন। পরপর ঘটনায় সাধারণ বাসিন্দাদের মধ্যে প্রবল আতঙ্ক ছড়িয়েছে।

Advertisement

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ওই ব্যক্তি জঙ্গলে কাঠ কুড়োতে গিয়েছিলেন। তারপর থেকে তাঁর আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা তাঁর খোঁজে গতকাল তল্লাশিও চালান। কিন্তু কোনও খোঁজ পাওয়া যায়নি। আজ সকালে গ্রামবাসীরা বন দপ্তরের কর্মীদের সঙ্গে নিয়ে ফের বনের ভিতর গিয়েছিলেন। ডিমা নদীর ধারে ওই ব্যক্তির সাইকেল পাওয়া যায়। নদীর পাশের বনে ঢুকতেই লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। গুঞ্জমান রাভার থেঁতলানো মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়।

বন বিভাগের কর্মীদের অনুমান, ওই ব্যক্তি হাতির হানায় মারা গিয়েছেন। মৃতদেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে। দিন কয়েক আগেই জঙ্গলে কাঠ কুড়োতে গিয়ে হাতির হানায় তিন জন মারা যান। শুক্রবার শিশারগড় পারপাতলাখাওয়া গ্রামে দুটি হাতি হানা দিয়েছিল। গ্রামের বাড়িঘর ভেঙে তছনছ করে। চাল, ধানও খেয়ে ছড়িয়ে নষ্ট করে। হাতির হামলায় আতঙ্ক বাড়ছে জলদাপাড়া জঙ্গল এলাকার গ্রামে।

অন্যদিকে, শনিবার সকালে ফালাকাটা ব্লকের জটেশ্বর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের কাঁঠালবাড়ি এলাকায় হাতির পাল বেরিয়েছে। ১৩ থেকে ১৬ টি হাতি জঙ্গল থেকে বেরোয়। হাতির দলটি পালপাড়া হয়ে দলগাঁও জঙ্গলে চলে যায়। গ্রামে হাতি ঢোকার খবর নিমেষে ছড়িয়ে পড়ে এলাকায়। হাতি দেখতে ভিড় করেন সাধারণ মানুষ। হাতির তাণ্ডবে জমির ফসলের ক্ষতি হয়েছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement