Advertisement
Advertisement
tea estate shut down

উত্তরবঙ্গে ঝাঁপ ফেলল আরও একটি চা বাগান, বেকার অন্তত ৫০০

আলিপুরদুয়ারে বন্ধ চা বাগানের সংখ্যাটা বেড়ে দাঁড়াল ৪।

Another tea estate shut down in Alipurduar, 500 workers jobless

উত্তরবঙ্গে ঝাঁপ ফেলল আরও একটি চা বাগান। নিজস্ব চিত্র

Published by: Paramita Paul
  • Posted:June 7, 2025 6:52 pm
  • Updated:June 7, 2025 6:52 pm   

রাজ কুমার, আলিপুরদুয়ার: উত্তরবঙ্গে ঝাঁপ ফেলল আরও একটি চা বাগান। কাজহারা অন্তত ৫০১ জন। হাহাকার শুরু কুমারগ্রামে। কারণ, শ্রমিকদের মজুরি থেকে পিএফ, গ্র্যাচুইটি বকেয়া রয়েছে। বর্তমানের ভরসার পাশাপাশি ভবিষ্যতের পুঁজিও হারালেন বহু সংখ্যক চা শ্রমিকরা।

Advertisement

শনিবার আচমকা ভরা মরশুমে কুমারগ্রামের তুরতুরি চা বাগানের ঝাঁপ বন্ধ করে পালিয়ে গিয়েছে মালিকপক্ষ। গেটে ঝুলিয়ে দেওয়া হয়েছে লক আউটের নোটিস। কাজ হারা শ্রমিকদের দাবি, তাঁদের ৮টি পাক্ষিক মজুরি, ২ বছরের বার্ষিক ছুটির মজুরি, ৫০ জনের গ্র্যাচুইটি পিএফ বকেয়া রেখে রাতের অন্ধকারে বাগান ছেড়ে চলে গিয়েছেন তুরতুরি চা বাগানের মালিকপক্ষ। মজুরি না পেয়ে আর্থিক অনটনে এই শ্রমিক পরিবারগুলো।

উল্লেখ্য, আলিপুরদুয়ারে তিনটি চা বাগান বন্ধ হয়ে গিয়েছিল। এ নিয়ে সংখ্যাটা বেড়ে দাঁড়াল ৪। কাজ হারালেন মোট ২ হাজার শ্রমিক। বেতন না পাওয়ায় আর্থিক কষ্টের মধ্যে চলছে শ্রমিক পরিবারগুলি। এখন কাজ হারানোর আশঙ্কা চেপে বসেছে শ্রমিকদের মধ্যে। এরপর কীভাবে সংসার চলবে? সেই দুর্ভাবনাও ছড়িয়েছে তাঁদের মধ্যে। অবিলম্বে বাগান খোলা ও বেতন মেটানোর দাবি তোলা হয়েছে। কেন বাগান বন্ধ করা হল? সেই বিষয়ে কর্তৃপক্ষের থেকে পরিষ্কার বার্তা আসেনি বলেই অভিযোগ। ওই চা বাগানের ম্যানেজার-সহ অন্যান্য আধিকারিকরাও এলাকা ছেড়ে গিয়েছেন বলে খবর। বাগান বন্ধের কথা ছড়িয়ে পড়তেই চা বলয়ের অন্যান্যদের মধ্যেও চাঞ্চল্য ছড়িয়েছে। তবে শ্রমিক সংঠনগুলির তরফে জানানো হয়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ওই চা বাগান খোলার চেষ্টা হবে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ