Advertisement
Advertisement
Anubrata Mandal

বোলপুরের আইসিকে কুকথা কাণ্ডে আদালতে আত্মসমর্পণ, আগাম জামিন অনুব্রতর

সোমবার বেলা ১১টা নাগাদ বোলপুর মহকুমা আদালতে যান অনুব্রত।

Anubrata Mandal gets bail from Bolpur Court
Published by: Sayani Sen
  • Posted:August 18, 2025 4:17 pm
  • Updated:August 18, 2025 4:17 pm   

দেব গোস্বামী, বোলপুর: বোলপুরের আইসিকে কুকথা কাণ্ডে আগাম জামিন অনুব্রত মণ্ডলের। সোমবার ১ হাজার বন্ডে জামিন দেওয়া হয় তাঁকে। সোমবার বেলা ১১টা নাগাদ বোলপুর মহকুমা আদালতে যান অনুব্রত। আত্মসমর্পণ করেন তিনি। আগাম জামিনের আর্জি জানান। তার ভিত্তিতে আগাম জামিন পান বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ নেতা।

Advertisement

সরকারি আইনজীবী ফিরোজ পাল তদন্তকারী আধিকারিকের বিরুদ্ধে নথিপত্র ঠিকমতো জমা দেওয়ার অভিযোগ করেন। অনুব্রত মণ্ডলের আইনজীবী নূপুর দত্ত বন্দ্যোপাধ্যায় বলেন, “আদালতে আগাম জামিন দিয়েছে। বয়স এবং শারীরিক অসুস্থতার যুক্তিতে তাঁকে আগাম জামিন দেয় আদালত।”

Anubrata-Bolpur
বোলপুর মহকুমা আদালতে আত্মসমর্পণ অনুব্রত মণ্ডলের

গত ২৯ মে একটি অডিও প্রকাশ্যে আসে। যেখানে বীরভূমের প্রাক্তন জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের নাম করে এক ব্যক্তি বোলপুরের আইসি লিটন হালদারের সঙ্গে অকথ্য ভাষায় কথা বলছিলেন। অডিওটিতে আইসির মা-স্ত্রীকে নিয়ে কুকথা বলতে শোনা যায়। ওই ঘটনায় নাম জড়ায় অনুব্রত মণ্ডলের। সোশাল মিডিয়ায় ভাইরাল অডিও ক্লিপ। যদিও সেই অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল। তবে দলের নির্দেশমতো ক্ষমা চেয়েছেন অনুব্রত। পুলিশি তলব এড়াতে প্রথম দিন অসুস্থতা, দ্বিতীয় দিন বেডরেস্টের কথা বলেন বীরভূমের তৃণমূল নেতা। পুলিশের কাছে হাজিরা দিয়েছেন তিনি। এই ঘটনায় জাতীয় মহিলা কমিশন জেলা পুলিশের কাছে রিপোর্ট চায়। জেলা পুলিশ সুপার রিপোর্ট পাঠান। কিন্তু তাতে সন্তুষ্ট হয়নি মহিলা কমিশন। ফের চিঠি পাঠায় কমিশন। এই ঘটনায় আগাম জামিনের আর্জি জানিয়ে সোমবার আত্মসমর্পণ করেন অনুব্রত মণ্ডল। তাতে আগাম জামিন পেলেন তৃণমূল নেতা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ