Advertisement
Advertisement
Anubrata Mandal

অনুব্রতকে কোভিডের কামড়? অসুস্থতা নিয়ে মুখ খুললেন কেষ্ট

অসুস্থতার কথা বলে পুলিশি তলবে হাজিরা দেননি অনুব্রত মণ্ডল।

Anubrata Mandal opens up about his health condition
Published by: Paramita Paul
  • Posted:June 2, 2025 8:26 pm
  • Updated:June 2, 2025 8:26 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অসুস্থতার কথা বলে পুলিশি তলবে হাজিরা দেননি অনুব্রত মণ্ডল। পুলিশের কাছে জমা পড়েছে মেডিক্যাল সার্টিফিকেটও। কিন্তু ঠিক কী হয়েছে কেষ্ট মণ্ডলের? সংবাদমাধ্যমের কাছে নিজেই জানালেন তিনি।

Advertisement

এক সংবাদমাধ্যমকে ফোনে বীরভূমের দোর্দণ্ডপ্রতা তৃণমূল নেতা জানিয়েছেন, গলাব্যথাটা ভোগাচ্ছে তাঁকে। সঙ্গে আবার জ্বরও রয়েছে। কাশি হচ্ছে। নাক দিয়ে জল গড়াচ্ছে। সব উপসর্গ একসঙ্গে কোভিডের দিকেই ইঙ্গিত করছে। তাই আগামিকাল, মঙ্গলবার করোনা পরীক্ষাও করিয়ে নিতে চান অনুব্রত। কথা বলতে কষ্ট হচ্ছে বলে জানিয়ে তড়িঘড়ি ফোন কেটে দেন কেষ্ট।

বোলপুর থানার আইসি লিটন হালদারকে অশ্রাব্য ভাষায় গালিগালাজের অভিযোগ উঠেছে ‘বীরভূমের বাঘে’র বিরুদ্ধে। দু’জনের কথোপকথনের সেই অডিও ভাইরাল হতেই শুরু হয় শোরগোল। সেই অডিওর ভিত্তিতে অনুব্রতর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। ২টি জামিন অযোগ্য-সহ মোট চারটি ধারায় দোর্দণ্ডপ্রতাপ নেতার বিরুদ্ধে মামলা হয়। রবিবার সকাল ১১টায় শান্তিনিকেতন থানায় অনুব্রতকে ডেকে পাঠানো হয়েছিল। কিন্তু তাঁর বদলে মহকুমা পুলিশ আধিকারিকের অফিসে আসেন তাঁর আইনজীবী বিপদতারণ ভট্টাচার্য। পুলিশের কাছে একটি মেডিক্যাল সার্টিফিকেট জমা করে যান। সেই সার্টিফিকেট ঘিরে বাড়ছে জটিলতা! সেখানে লেখা, অনুব্রত অসুস্থ। পাঁচদিন ‘বেড রেস্টে’র পরামর্শও দেওয়া হয়েছে। কিন্তু তাঁর কী রোগ হয়েছে, তা স্পষ্ট করা নেই মেডিক্যাল সার্টিফিকেটে। যা নিয়ে উঠছে প্রশ্ন। এর মধ্যেই অসুস্থতা নিয়ে মুখ খুললেন কেষ্ট নিজেই।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ