Advertisement
Advertisement
Anubrata Mondal

‘দিদির পুলিশ বন্ধু’! দলের বার্তা পেয়েই লিখিতভাবে ক্ষমা চাইলেন অনুব্রত

বোলপুর থানার আইসি-কে গালিগালাজের অভিযোগ অনুব্রতর বিরুদ্ধে, ভাইরাল সেই অডিও।

Anubrata Mondal appologies to the police in viral audio case just after TMC leadership orders him
Published by: Sucheta Sengupta
  • Posted:May 30, 2025 4:01 pm
  • Updated:May 30, 2025 9:01 pm  

দেব গোস্বামী, বোলপুর: পুলিশকে অকথ্য ভাষায় গালিগালাজের ভাইরাল অডিওর জন্য দলের বার্তা পেয়েই লিখিতভাবে ক্ষমা চাইলেন বীরভূমের দাপুটে নেতা তথা তৃণমূল কোর কমিটির অন্যতম সদস্য অনুব্রত মণ্ডল। তৃণমূল শীর্ষ নেতৃত্বের তরফে ক্ষমা চাওয়ার নির্দেশ পেয়ে আর সময় নষ্ট করেননি তিনি। চিঠি লিখে দুঃখপ্রকাশ করেছেন। অনুব্রতর বক্তব্য, “সাম্প্রতিক ঘটনায় আমি দুঃখিত। দিদির পুলিশের কাছে আমি একবার কেন, ১০০ বার ক্ষমা চাইতে পারি।” চিঠির শেষেও তিনি লিখেছেন, “কোনও পুলিশ বন্ধু আমাকে ভুল বুঝলে আমি দুঃখিত ও ক্ষমাপ্রার্থী।”

বীরভূমের তৃণমূলের সদ্য প্রাক্তন জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে নিয়ে বৃহস্পতিবার রাত থেকে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে। বোলপুর থানার আইসি লিটন হালদারকs অশ্রাব্য ভাষায় গালিগালাজের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। দু’জনের কথোপকথনের সেই অডিও ভাইরাল হতেই শুরু হয় শোরগোল। যদিও সেই অডিওর সত্যতা যাচাই করেনি ‘সংবাদ প্রতিদিন ডিজিটাল’। শুক্রবার পুলিশ সেই অডিওর ভিত্তিতে অনুব্রতর বিরুদ্ধে এফআইআর দায়ের করে। তাঁকে নোটিস পাঠিয়ে শনিবার থানায় তলব করা হয়েছে। এরপর দুপুরে দলের শীর্ষ নেতৃত্ব তাঁকে কড়া বার্তা পাঠায়, ৪ ঘণ্টার মধ্যে নিঃশর্ত ক্ষমা না চাইলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। শোকজও করা হতে পারে।

চিঠিতে ক্ষমা চাইলেন অনুব্রত মণ্ডল। নিজস্ব চিত্র।

এরপর আর একটুও সময় নষ্ট করেননি বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা। সঙ্গে সঙ্গে চিঠি লিখে নিঃশর্ত ক্ষমা চেয়ে নিয়েছেন কেষ্ট মণ্ডল। চিঠিতে তিনি লিখেছেন, ‘পশ্চিমবঙ্গের পুলিশমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাধারণ পুলিশকর্মী থেকে একজন বড় অফিসার, সবাই দিদির কাছের মানুষ। তাদের অপমান করার কথা ভাবতে পারি না। সাম্প্রতিক ঘটনায় আমি দুঃখিত। দিদির পুলিশের কাছে আমি একবার কেন, ১০০ বার ক্ষমা চাইতে পারি। আসলে আমি নানা রকম ওষুধ খায় এবং দিদির পুলিশের বিরুদ্ধে কেউ কোনও অভিযোগ করলে মাথা গরম হয়ে যায়। সত্যি আমি দুঃখিত। কিন্তু আপনাদের ভাবতে হবে তিনটি মহকুমা বোলপুর, সিউড়ি, রামপুরহাটে বিশাল মানুষের মহামিছিল দেখে কারা ভয় পেল? বিজেপি কী করে আমার আর আমাদের বোলপুরের আইসিকে গালমন্দর ফুটেজ পেল? কে দিল? কোন চক্রান্ত নেই তো?’ চিঠির শেষাংশে তাঁর বক্তব্য, ‘তবুও আমি বলছি কোনও পুলিশ বন্ধু আমাকে ভুল বুঝলে আমি দুঃখিত ও ক্ষমাপ্রার্থী।’ এরপর দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির কাছেও চিঠি পাঠান অনুব্রত।

সুব্রত বক্সিকে চিঠি পাঠিয়ে নিঃশর্ত ক্ষমা চাইলেন অনুব্রত। নিজস্ব ছবি।

তবে দলের কাছে, পুলিশের কাছে ক্ষমা চেয়ে নিলেও অনুব্রত মণ্ডল আইনি পদক্ষেপ হয়তো এড়াতে পারবেন না তত সহজে। পুলিশকে কদর্য ভাষায় আক্রমণের অভিযোগে বোলপুর থানায় এফআইআর দায়ের হয়েছে। বোলপুরের দলীয় কার্যালয়ে নোটিস পাঠানো হয়েছে। অনুব্রতকে শনিবার বোলপুর থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement