দেব গোস্বামী, বোলপুর: পুলিশকে হুমকি দেওয়ার ভাইরাল অডিও কাণ্ডে দু’ঘণ্টা পুলিশি জিজ্ঞাসাবাদের পর থানা থেকে বেরিয়ে গেলেন অনুব্রত মণ্ডল। সঙ্গে ছিলেন তাঁর আইনজীবী বিপত্তারণ ভট্টাচার্য এবং দলের একজন কর্মী।থানায় হাজিরা, পুলিশের জিজ্ঞাসাবাদ নিয়ে একটি মন্তব্যও করেননি অনুব্রত। শান্তিনিকেতন থানা থেকে বেরিয়ে ‘কুল’ কেষ্ট মণ্ডল সোজা বোলপুরের দলীয় কার্যালয়ে চলে যান। রোজের মতো সেখানে জনসংযোগের কাজ সারবেন তিনি।
ভাইরাল অডিও কাণ্ডে বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে বোলপুর পুলিশ। সেই মামলাতেই বৃহস্পতিবার দুপুরে অনুব্রত হাজিরা দেন শান্তিনিকেতন থানায়। এখানেই এসডিপিও-র কার্যালয়। এদিন তিনি একটি কালো এসইউভি গাড়ি চড়ে আসেন। সঙ্গে কোনও নিরাপত্তারক্ষীও ছিলেন না। আর তাতেই প্রশ্ন উঠেছে, কেন তিনি নিজের গাড়ি, কনভয় ছেড়ে অন্য কারও গাড়িতে থানায় গেলেন? কেনই বা নিরাপত্তারক্ষীদেরও সঙ্গে নিলেন না? এনিয়ে অবশ্য মুখে কুলুপ অনুব্রত, তাঁর ঘনিষ্ঠ ও পুলিশের।
উল্লেখ্য, বোলপুর থানার আইসি লিটন হালদারকে ফোনে অকথ্য ভাষায় হুমকির অভিযোগ উঠেছে অনুব্রতর বিরুদ্ধে। এই মামলায় লিটন হালদারের বিরুদ্ধেও বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। তাঁর ফোনও বাজেয়াপ্ত হয়েছে। কারও অনুমতি ছাড়া ফোনকল রেকর্ডিং করা বেআইনি, এই যুক্তিতে লিটনের বিরুদ্ধেও তদন্ত চলছে।
যদিও এসব নিয়ে কোনও পক্ষই মুখ খোলেনি। পুলিশি জিজ্ঞাসাবাদে অনুব্রতর শরীরী ভাষায় মনেই হয়নি, তাঁর এতটুকুও মানসিক চাপ তৈরি হয়েছে। বরং বেশ ‘কুল’ মেজাজেই দেখা গেল। থানা থেকে আইনজীবী ও দলীয় এক কর্মীর সঙ্গে বেরিয়ে কালো এসইউভি-তে উঠেই তিনি সোজা চলে যান বোলপুরের দলীয় কার্যালয়ে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.