অর্ণব আইচ ও শেখর চন্দ্র: ফের সাফল্য বেঙ্গল এসটিএফের। গোপন সূত্রে হানা দিয়ে বিপুল অস্ত্র, কার্তুজ উদ্ধার হল। বিহারের মুঙ্গের থেকে এইসব অস্ত্র নিয়ে আসা হচ্ছিল বলে প্রাথমিকভাবে মনে করছেন তদন্তকারীরা। ধৃত ব্যক্তির নাম ফিরদৌস ওরফে লাড্ডু। শুক্রবার গভীর রাতে আসানসোলে ১৯ নম্বর জাতীয় সড়কের উপর এই অভিযান চালানো হয় বলে খবর।
রাজ্যের বিভিন্ন জায়গা থেকে গত বেশ কয়েক মাস ধরে বেআইনি অস্ত্র, কার্তুজ উদ্ধার হচ্ছে। গত রবিবার কলকাতার ধর্মতলা বাসস্ট্যান্ড থেকে ১২০ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করে এসটিএফ। বিভিন্ন জায়গায় তদন্তের জন্য হানা দিচ্ছেন গোয়েন্দারা। গতকাল শুক্রবার গভীর রাতে আসানসোলে হানা দিয়েছিলেন তদন্তকারীরা। গোপন সূত্রে অস্ত্র পাচারের খবর ছিল বলে জানা গিয়েছে। গভীর রাতে ১৯ নম্বর জাতীয় সড়কের উপর জুবলি মোড় এলাকায় ওই ব্যক্তিকে ব্যাগ হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। আগে থেকেই তৈরি ছিলেন গোয়েন্দারা। ওই ব্যক্তি সেখানে আসতেই ঘিরে ফেলা হয়। তল্লাশি চালাতেই ব্যাগ থেকে বেরিয়ে পড়ে বিপুল পরিমাণে ওই অস্ত্র ও কার্তুজ। এরপরই ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়।
এসটিএফ সূত্রে জানা গিয়েছে, দুটি নাইন এমএম পিস্তল, দুটি সেভেন এমএম পিস্তল, পাঁচটি পাইপগান ও একাধিক কার্তুজ উদ্ধার হয়েছে। এই অস্ত্র-কার্তুজও মুঙ্গের থেকে আনা হচ্ছিল বলে অনুমান তদন্তকারীদের। সড়কপথে কি এগুলি কলকাতা নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল? সেই প্রশ্ন উঠেছে। ধৃত ব্যক্তি মুঙ্গের থেকে অস্ত্র পাচারের কাজে জড়িত মনে করছেন তদন্তকারীরা। এসটিএফের তরফে আসানসোল নর্থ থানায় মামলা রুজু করা হয়। এদিনই ধৃতকে আসানসোল আদালতে তোলা হয়েছিল। ধৃতকে ট্রানজিট রিমান্ডে কলকাতা নিয়ে গিয়েছেন তদন্তকারীরা। ধৃতকে জেরা করে একাধিক তথ্য পাওয়ার চেষ্টা চলছে বলে খবর।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.