Advertisement
Advertisement
Asansol

শ্রাদ্ধবাড়ির বিবাদের জেরে হাতাহাতি! প্রাণ গেল যুবকের

এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Asansol youth allegedly beaten to death

প্রতীকী ছবি

Published by: Tiyasha Sarkar
  • Posted:June 1, 2025 4:34 pm
  • Updated:June 1, 2025 4:34 pm   

শেখর চন্দ্র, আসানসোল: শ্রাদ্ধবাড়ির বিবাদের জেরে হাতাহাতি! প্রাণ গেল যুবকের। প্রতিবাদে অভিযুক্তদের বাড়ি ভাঙচুর উত্তেজিত জনতার। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল আসানসোলের রানিগঞ্জের বক্তানগরে। ইতিমধ্য়েই ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকিদের খোঁজে চলছে তল্লাশি।

Advertisement

জানা গিয়েছে, মৃত যুবকের নাম অমিত বাউরি। আসানসোলের রানিগঞ্জ থানার অন্তর্গত বক্তানগর গ্রামের বাসিন্দা তিনি। গত বৃহস্পতিবার এলাকার শ্রাদ্ধ বাড়িতে অমিতের সঙ্গে তাঁর প্রতিবেশী পরিমল বাউরি, বিমল বাউরি ও কমল বাউরির কথা-কাটাকাটি হয় বলে অভিযোগ। অশান্তি বিরাট আকার নিলে তাঁদের মধ্যে হাতাহাতিও হয়। অভিযোগ, পরের দিন ঘুমন্ত অবস্থায় অমিতকে বেধড়ক মারধর করে পরিমল ও তাঁর সঙ্গী-সাথীরা।

অচেতন অবস্থায় স্থানীয় এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় অমিতকে। শনিবার গভীররাতে মৃত্যু হয় অমিতের। খবর এলাকায় পৌঁছতেই চরম উত্তেজনা এলাকায়। অভিযুক্তের বাড়ি ভাঙচুর করে উত্তেজিত জনতা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। দীর্ঘক্ষণের চেষ্টা পরিস্থিতি নিয়ন্ত্রণ আসে। ইতিমধ্যেই অভিযুক্ত পরিমল বাউরিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে সরব মৃতার পরিবারের সদস্যরা। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ