শেখর চন্দ্র, আসানসোল: আসানসোল রামকৃষ্ণ মিশনের ছাত্রের আত্মহত্যার ঘটনায় প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য। এক যুবক নাকি তুলে নিয়ে যৌন হেনস্তা করেছিল নবম শ্রেণির ওই ছাত্রকে। পরবর্তীতে সেই ছবি প্রকাশ করে দেওয়ার ভয় দেখিয়ে চলতে থাকে টাকা আদায়। পরিবারের অভিযোগ, সেই ঘটনার জেরেই নাকি চরম সিদ্ধান্ত নেয় ওই ছাত্র। ঘটনার তদন্ত করছে পুলিশ। অভিযুক্ত যুবকের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
ঘটনার সূত্রপাত গত ২৯ মে। ওইদিন উদ্ধার হয় আসানসোল রামকৃষ্ণ মিশনের নবম শ্রেণির ছাত্র ছিল সুদীপ মাজির ঝুলন্ত দেহ। প্রথমদিকে কী কারণে এই ঘটনা তা নিয়ে ধন্দে ছিল পরিবার। পরবর্তীতে পরিবারের তরফে মৃত ছাত্রের বন্ধুদের সঙ্গে কথা বলা হয়। এরপর খতিয়ে দেখা হয় মৃতের মোবাইল। তাতেই প্রকাশ্যে আসে মূল ঘটনা। মৃতের মা চন্দ্রাবলী দেবী জানিয়েছেন, গত জানুয়ারি মাসে আসানসোল কসাইমহল্লার বাসিন্দা ইমরান শেখ নামে এক যুবক সুদীপকে বলপূর্বক গাড়িতে তুলে নিয়ে যায়। এরপর গাড়িতে তাকে যৌন হেনস্থা করা হয় বলে অভিযোগ। সেই ছবি মোবাইলে তুলে রেখেছিল ইমরান।
অভিযোগ, তারপর থেকে সেই ছবি দেখিয়ে বারবার ছাত্রকে ব্ল্যাকমেইল করে টাকা নেওয়া শুরু করে। ইন্সটাগ্রাম চ্যাট ও ফোন কল রেকর্ড থেকে মিলেছে এসবের প্রমাণ। জানা যাচ্ছে, এক পর্যায়ে সুদীপ জানিয়েছিল তার কাছে আর টাকা নেই। এরপর চাপ আরও বাড়তে থাকে। মৃতের পরিবারের দাবি, সেই চাপেই আত্মহত্যা করেছে সুদীপ। আসানসোল উত্তর থানার পুলিশ নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শুরু করেছে তদন্ত।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.