Advertisement
Advertisement
Ashoknagar station

যাত্রীদের দাবি মেনে অশোকনগরে থামল এসি ট্রেনের চাকা, মিষ্টি বিলি তৃণমূল বিধায়কের

নিত্যযাত্রীদের সঙ্গে টিকিট কেটে এসি ট্রেনে উঠে বারাসতে নামলেন বিধায়ক।

Ashoknagar station get AC local train stoppage

ট্রেনে ওঠার অপেক্ষায় যাত্রীরা। নিজস্ব চিত্র

Published by: Amit Kumar Das
  • Posted:September 15, 2025 9:19 pm
  • Updated:September 15, 2025 9:19 pm   

অর্ণব দাস, বারাসত: অশোকনগর স্টেশনে এসি লোকাল ট্রেন দাঁড়ানোর দাবিতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছিলেন বিধায়ক নারায়ণ গোস্বামী। সেই মতো যাত্রীদের দাবি মেনে সোমবার অশোকনগর স্টেশনে স্টপেজ দিল এসি লোকাল ট্রেন। সোমবার শিয়ালদহ-রানাঘাট ভায়া বারাসত, বনগাঁ এসি ট্রেন স্টেশনে দাঁড়ানোর পর নিত্যযাত্রীদের মিষ্টিমুখ করালেন তৃণমূল বিধায়ক। নিত্যযাত্রীদের সঙ্গে টিকিট কেটে এসি ট্রেনে উঠে বারাসতে নামলেন তিনি।

Advertisement

শিয়ালদহ বনগাঁ শাখার অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশন অশোকনগর। প্রতিদিন হাজার হাজার যাত্রী যাতায়াত করেন এই স্টেশন থেকে। রেলের তরফে শিয়ালদহ রুটে এসি লোকাল ট্রেন চালু হওয়ার পর আশায় বুক বেঁধে ছিলেন অশোকনগরের নিত্যযাত্রীরা। তবে এই স্টেশনে স্টপেজ দেওয়া হয়নি এসি লোকালের জন্য। এই ঘটনায় সোশাল মিডিয়ায় ক্ষোভ উগরে দেন অশোগনগরের বাসিন্দারা। বিষয়টি নিয়ে তৎপর হন স্থানীয় তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামীও। দিন বারো আগে দলীয় কর্মীদের নিয়ে স্টেশন মাস্টারের সঙ্গে দেখা করে এর কারণ জানতে চান তিনি। একইসঙ্গে ক্ষোভ প্রকাশ করেন এসি ট্রেন দাঁড়ানোর দাবিতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছিলেন নারায়ণ।

নিত্যযাত্রীদের দাবির জেরে শেষ পর্যন্ত রেলের তরফে সিদ্ধান্ত নেওয়া হয় সোমবার থেকে অশোকনগর স্টেশনে এসি লোকাল ট্রেন দাঁড়াবে। আগাম এই খবর জানতে পেরে এদিন অশোকনগর স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে হাজির হন নারায়ণ। নিত্যযাত্রীদের সঙ্গে উচ্ছ্বাসে সামিল হয়ে লাড্ডু বিলি করেন তিনি। এরপর সকাল ৮ টা ২৮ মিনিটে এসি লোকাল ট্রেন অশোকনগর স্টেশনে থামলে নিজেও ট্রেনে সওয়ার হন বিধায়ক।

নারায়ণ গোস্বামী বলেন, “আন্দোলনে আপামর অশোকনগরবাসী সামিল হয়েছিলেন। তাই অশোকনগরে এসি লোকাল ট্রেনকে স্টপেজ দিতে বাধ্য করাতে পেরেছি। এই জয় অশোকনগরবাসীর জয়। তবে ১০টাকার টিকিট কেন ৯০টাকা হল ট্যারিফ তৈরি করে রেলকে এর উত্তর দিতে হবে। পরিষেবা দেওয়ার নামে রেলের ব্যবসা করার যাবে না।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ