Advertisement
Advertisement

Breaking News

Ashoknagar

‘সম্মানহানি হচ্ছে, আমার কথাও ভাবুন’, ভাইরাল কল রেকর্ডিং নিয়ে মুখ খুললেন অশোকনগরের শিক্ষক

তাঁর কথায়, "১০ বছর আগে আমি কিছু করে থাকলেও এখন আমি বদলে গিয়েছি।"

Ashoknagar teacher Soumen Mitra opens up over Controversial call recording
Published by: Tiyasha Sarkar
  • Posted:June 20, 2025 2:46 pm
  • Updated:June 20, 2025 2:46 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভাইরাল কল রেকর্ডিং নিয়ে মুখ খুললেন অশোকনগরের বিতর্কিত শিক্ষক সৌমেন মিত্র। চক্রান্ত হচ্ছে বলে দাবি করলেন তিনি। পাশাপাশি তাঁর কাতর আর্জি, “আমার কথাও একটু ভাবুন। সম্মানহানি হচ্ছে।” নিঃশর্ত ক্ষমাও চাইলেন তিনি।

Advertisement

সম্প্রতি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় অশোকনগরের এক স্কুল শিক্ষক সৌমেন মিত্রের কল রেকর্ডিং (অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)। সেখানে লাগাতার ছাত্রীকে আপত্তিকর প্রস্তাব দিতে শোনা যায় সৌমেনকে। কখনও কেমন পোশাকে ছবি পাঠাতে হবে তা বলেছেন। কল রেকর্ডিংয়ে কখনও বলতে শোনা যাচ্ছে, “ভিডিও পছন্দ। যখনই বলেছি তখনই তো তোমার বোঝা উচিত যে ভিডিও পাঠাতে হবে। রাতে ভালো ভালো ভিডিও দিও, শর্ট ড্রেসে। পুরো সামুদ্রিক ভিডিও।”

এই ইস্যুতে মুখ খুললেন সৌমেন মিত্র। তাঁর কথায়, “আমি ক্ষমা চাইছি। কিন্তু একতরফা কি কিছু হয়? উলটোদিক থেকে কী বলা হয়েছে, তা নেই কেন?” এরপরই তিনি আরও বলেন, “আমি চক্রান্তের সিদ্ধান্ত। আমি ডিপ্রেশানে ভুগছি। প্রবলভাবে সম্মানহানি হচ্ছে, আমার কথাও একটু ভাবুন। আর দয়া করে স্কুলের নাম জড়াবেন না। আমি যদি কিছু করেও থাকি, তাতে স্কুলের কোনও ভূমিকা নেই।” তাঁর কথায়, “১০ বছর আগে আমি কিছু করে থাকলেও এখন আমি বদলে গিয়েছি।” তার কাতর আর্জি, “দয়া করে স্কুলের নাম জড়াবেন না।” পাশাপাশি গোটা বিষয়টার তদন্তের দাবি জানিয়েছেন সৌমেন। স্কুলের তরফে নেওয়া যে কোনও সিদ্ধান্ত মেনে নেবেন বলেও জানিয়েছেন তিনি। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement