জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ স্কুলেরই এক শিক্ষকের বিরুদ্ধে। সেই ঘটনা ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হল উত্তর ২৪ পরগনার বনগাঁর একটি স্কুলে। অভিযুক্ত সহকারী প্রধান শিক্ষকের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্কুলের ছাত্রীদের বিরুদ্ধে। পরিস্থিতি সামাল দিতে হাজির হতে হয় পুলিশকেও।
ঘটনাটি বাগদার হেলেঞ্চা হাই স্কুলের। অভিযোগ, ওই স্কুলেরও সহকারী প্রধান শিক্ষক বিজয়কুমার বিশ্বাস একাদশ শ্রেণির এক ছাত্রীকে কুপ্রস্তাব দিয়েছিলেন। এদিন স্কুলের সময়ে ওই স্কুলে বিক্ষোভ দেখানো শুরু হয়। ঘটনার প্রতিবাদে স্কুলের সামনের রাস্তা অবরোধ করে পড়ুয়ারা। ক্রমে ক্ষোভ আরও বাড়তে থাকে। অভিযোগ, স্কুলের সহকারী প্রধান শিক্ষক বিজয়কুমার বিশ্বাসকে ঘিরে চলতে থাকে বিক্ষোভ। অভিযোগ, ওই শিক্ষককে মারধর করে মাথা ফাটিয়ে দেওয়া হয়।
পরিস্থিতি সামাল দিতে বাগদা থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশকেও বিক্ষোভের মধ্যে পড়তে হয়। পরে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি আয়ত্তে আনে। আক্রান্ত অভিযুক্ত শিক্ষককে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। ওই শিক্ষকের মাথায় চারটি সেলাই পড়েছে বলে খবর। স্কুলের শিক্ষকের বিরুদ্ধে এই অভিযোগ ওঠায় চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও এই বিষয়ে এদিন বিকেল পর্যন্ত থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। এ বিষয়ে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি প্রতিভা রায় বলেন, “এই ঘটনার কথা আমরা শুনেছি। ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়া হয়েছিল। এরপর আজ পড়ুয়ারা এসে স্কুলে বিক্ষোভ দেখায় ও শিক্ষকের মাথা পাঠিয়ে দেয়। চারটি সেলাই পড়েছে।” তিনি আরও বলেন, “এ বিষয়ে আইন আইনের পথে চলবে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.