Advertisement
Advertisement

Breaking News

Murshidabad

ছুটির দিন ভয়ংকর দুর্ঘটনা মুর্শিদাবাদে, ট্রেকার-ডাম্পারের ধাক্কায় মৃত অন্তত ৪

আহত অন্তত ১০, তাঁরা মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন।

Atleast four died in an accident near Kandi-Baharampur highway, 10 injured
Published by: Sucheta Sengupta
  • Posted:June 22, 2025 12:32 pm
  • Updated:June 22, 2025 9:33 pm  

কল্যাণ চন্দ, বহরমপুর: ছুটির দিন সাতসকালে ভয়ংকর দুর্ঘটনা মুর্শিদাবাদে। কান্দি থানা এলাকার গোকর্ণ পাওয়ার হাউস মোড়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হল অন্তত ৪ জনের। আহত ১০ জন। তাঁদের চিকিৎসা চলছে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা বেশ আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা চিকিৎসকদের।

Advertisement
কান্দি-বহরমপুর রাজ্য সড়কে দুর্ঘটনাস্থল। নিজস্ব ছবি।

দুর্ঘটনাটি ঘটেছে রবিবার বেলা ১১টা নাগাদ। মুর্শিদাবাদ জেলার কান্দি-বহরমপুর রাজ্য সড়কের উপর কান্দি থানার অন্তর্গত গোকর্ণ পাওয়ার হাউস মোড় সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, বীরভূমের বেলে এলাকা থেকে স্নান করে ফিরছিলেন ২০ জন পুণ্যার্থীর একটি দল। রবিবার সকালে ট্রেকার চড়ে ফেরার পথে একটি ডাম্পারের সঙ্গে সংঘর্ষ ঘটে ট্রেকারটির। ঘটনাস্থলে ট্রেকারটি উলটে যায়। গাড়ির চালক-সহ মৃত্যু হয় চারজনের। মৃতদের মধ্যে তিনজন মহিলা বলে জানা গিয়েছে। তাঁদের নাম নমিতা সরকার, বিনুরানি সরকার, চম্পা সরকার। মৃত চালকের নাম শম্ভু সরকার। বাকিরা আহত অবস্থায় রাস্তায় পড়ে যান। তাঁদের ১০জনকে উদ্ধার করে বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য।

এখানেই আহতদের চিকিৎসা চলছে। নিজস্ব ছবি।

জানা গিয়েছে, মৃত এবং আহতদের সকলের বাড়ি মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার রুকুনপুর এলাকায়। দুর্ঘটনার খবর পাঠানো হয়েছে হতাহতদের পরিবারে। এই দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয় রাজ্য সড়কে।কান্দি থানার গোকর্ণ পাওয়ার হাউস মোড় সংলগ্ন এলাকায় যানজটও তৈরি হয়। তবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বেশ কিছুক্ষণের চেষ্টায় যানজট কেটে রাজ্য সড়কে পরিবহণ স্বাভাবিক হয়। তবে এত বড় দুর্ঘটনার খবর পেয়ে আতঙ্কিত পথচলতি মানুষজন। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement