Advertisement
Advertisement
ATM loot

শিলিগুড়িতে এটিএম লুট! খোয়া গেল নগদ সাড়ে দশ লক্ষ

এটিএমের উলটো দিকের বাড়িতে থাকা এক ব্যক্তি গোটা ঘটনাটির ভিডিও করেন। যা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

ATM looted in Siliguri, 10.5 lacs theft

শিলিগুড়িতে এটিএম লুট। নিজস্ব চিত্র

Published by: Paramita Paul
  • Posted:June 19, 2025 12:09 pm
  • Updated:June 19, 2025 12:09 pm   

অভ্রবরণ চট্টোপাধ্যায়, শিলিগুড়ি: রাতের অন্ধকারে শিলিগুড়িতে এটিএম লুট! রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকের এটিএম থেকে খোয়া গেল সাড়ে দশ লক্ষ টাকা। এটিএমের উলটো দিকের বাড়িতে থাকা এক ব্যক্তি গোটা ঘটনাটির ভিডিও করেন। যা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

Advertisement

ঘটনাটি ঘটেছে, বুধবার রাত দুটো থেকে তিনটের মধ্যে। একটি সাদা গাড়িতে মুখ ঢেকে চার-পাঁচজন দুষ্কৃতী ঘটনাস্থলে আসে। এলাকার এক বাসিন্দা জানিয়েছেন, তার বাড়ির বিপরীতেই রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকের এটিএমটি। মাঝরাতে সেখানে দুষ্কৃতীরা ঢোকে। তাঁর মেয়ে ঘটনাটি দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে ১০০ নম্বরে ফোন করার চেষ্টা করেন, কিন্তু পুলিশের সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি। এরপর তিনি বাবাকে সব জানান।

ঘরের ব্যালকনি থেকে ওই ব্যক্তি দেখেন, দুষ্কৃতীরা এটিএম থেকে বেরিয়ে আসে এবং সেটিতে আগুন লাগিয়ে দেয়। তিনি বৃষ্টিকে উপেক্ষা করেই গাড়ির একটি অংশ এবং ঘটনাস্থলের ভিডিও তুলে রাখেন, যা পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় প্রধান নগর থানার বিশাল পুলিশবাহিনী এবং দমকল বিভাগের কর্মীরা। দ্রুত আগুন নেভানো হয় এবং পুলিশ প্রাথমিক তদন্তে এটিএম লুটের বিষয়টি নিশ্চিত করে।

সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে তদন্তে নেমেছে পুলিশ। দার্জিলিং, জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুর জেলার প্রতিটি থানায় সতর্কতা জারি করা হয়েছে। ইতিমধ্যেই ব্যাংকের উচ্চপদস্থ আধিকারিকরাও ঘটনাস্থলে পৌঁছেছেন। পরে সকালে ৪৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দিলীপ বর্মন ও ঘটনাস্থলে পৌঁছন। প্রশাসনের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন।

 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ