ধীমান রায়, কাটোয়া: বিরোধী হওয়া মানেই কাদা ছোড়াছুড়ি নয়। বরং ‘আমাদের পাড়া আমাদের সমাধান ‘ প্রকল্পের ভূয়সী প্রশংসা করলেন বিজেপি নেতা। শিবিরে এসে তাঁদের পাড়ার উন্নয়নের দাবি জানান। স্থানীয় জনপ্রতিনিধিদের ভূমিকার প্রশংসা করেন ওই বিজেপি নেতা। ব্যতিক্রমী ঘটনার সাক্ষী পূর্ব বর্ধমানের আউশগ্রাম ২ ব্লকের রামনগর কলোনি।
কিছুদিন আগে থেকেই পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম ২ ব্লক এলাকায় শুরু হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান’ শিবির। সোমবার আউশগ্রাম ২ ব্লকের রামনগর পঞ্চায়েতের কুড়ুল অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে ছিল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ শিবির। এই শিবিরে সরকারি কাজ তদারকি করতে দেখা যায় পঞ্চায়েত প্রধান বন্দনা ঘোষ, উপপ্রধান জিয়াউল হক। ছিলেন স্থানীয় সমাজসেবী তথা জননেতা আব্দুল লালন। এদিন এই শিবিরে পাড়াপড়শিদের সঙ্গে নিয়ে আসেন বিজেপি কিষাণ মোর্চার কেন্দ্রীয় কমিটির সদস্য ভরত ঢালি। তিনি রামনগর কলোনি এলাকার জন্য কয়েকটি প্রকল্পের প্রস্তাব রাখেন।
ভরত ঢালির কথায়, “আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের ফলে প্রত্যন্ত গ্রামীণ এলাকার উন্নয়নের গতি অনেক মসৃণ হচ্ছে। আমাদের রামনগর কলোনির ছোট ছোট কয়েকটি রাস্তা এবং কিছু জায়গায় পানীয় জলের সমস্যা ছিল। সেগুলির দাবি করা হয়েছে। আশা করছি এই কাজগুলো হয়ে যাবে। এখন একটি কাঁচা রাস্তা রয়েছে। যেটি একটু বড় স্কিমের কাজ করাতে হবে। তার জন্যও পঞ্চায়েত সমিতির কাছে আবেদন রেখেছি। ওঁরা আশ্বাস দিয়েছেন।” আউশগ্রাম ব্লক তৃণমূল সভাপতি আব্দুল লালন বলেন, “রামনগর কলোনি-সহ আশপাশের কয়েকটি গ্রামে পূর্ববঙ্গ থেকে আসা বহু মানুষের বসবাস। আমরা সবাই মিলেমিশে থাকি। যে যাই দল করুন সামাজিকতা ও সৌজন্যে কোনও বিভেদ নেই। বিজেপির উচ্চস্তরের নেতারা যতই বিভেদ তৈরির চেষ্টা করুন তাঁদের বোঝা উচিত আমাদের মুখ্যমন্ত্রী উন্নয়নের ক্ষেত্রে কোনও বিভেদ করেন না। আমরাও সেভাবেই চলি।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.