Advertisement
Advertisement

Breaking News

Basirhat

নকল মা সাজিয়ে ভুয়ো পরিচয়পত্র তৈরি! বসিরহাটে গ্রেপ্তার বাংলাদেশি অনুপ্রবেশকারী যুবতী-সহ ২

কোনও বড়সড় চক্র ঘটনার সঙ্গে জড়িত কিনা খতিয়ে দেখছে পুলিশ।

Bangladeshi infiltrator arrested in Basirhat

পুলিশের জালে ধৃত অনুপ্রবেশকারী। নিজস্ব চিত্র

Published by: Suhrid Das
  • Posted:July 20, 2025 6:30 pm
  • Updated:July 20, 2025 6:30 pm  

গোবিন্দ রায়, বসিরহাট: বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী হিসেবে ভারতে আসা। স্থানীয় এক পরিবারের সৌজন্যে এদেশের ভুয়ো পরিচয়পত্রও তৈরি করা হয়েছিল। নকল মায়ের পরিচয়ে সেই পরিচয়পত্র তৈরি হয়েছিল বলে অভিযোগ। পুলিশের জালে গ্রেপ্তার হলেন বাংলাদেশি অনুপ্রবেশকারী ওই তরুণী। গ্রেপ্তার করা হয়েছে তাঁকে আশ্রয় দেওয়া সেই নকল মা পরিচয়ে মহিলাও। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে, উত্তর ২৪ পরগনার বসিরহাটের স্বরূপনগর থানা এলাকায়।

Advertisement

স্বরূপনগরের বাংলানি গ্রাম পঞ্চায়েতের তেঁতুলিয়া এলাকার বাসিন্দা বিশ্বনাথ শিকদার ও তাঁর স্ত্রী শ্যামলী শিকদার। ওই বাড়িতেই প্রায় একবছর আগে ওই বাড়িতেই এক তরুণীকে দেখতে পাওয়া যায়। স্থানীয়দের কাছে, ওই দম্পতি জানিয়েছিল যুবতী তাঁদের আত্মীয়। মাসের পর মাস হয়ে গেলেও ওই যুবতীকে ওই বাড়িতেই থাকতে দেখা যায়। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে কৌতুহলও ছড়িয়েছিল। ওই যুবতী বাংলাদেশি অনুপ্রবেশকারী নয় তো? সেই প্রশ্নও উঠেছিল।

আজ রবিবার স্বরূপনগর থানার পুলিশ ওই বাড়িতে হানা দেয়। পুলিশি তদন্তে বেরিয়ে আসে আসল বিষয়। জানা গিয়েছে, চুমকি নামে ওই যুবতীর বাড়ি বাংলাদেশের নড়াইল থানা এলাকায়। দালাল মারফত লুকিয়ে সীমান্ত পেরিয়ে তিনি এদেশে এসে বসিরহাটের ওই পরিবারে আশ্রয় নেন। শুধু তাই নয়, এদেশে ভুয়ো পরিচয়পত্রও তাঁর তৈরি হয়েছিল। সেই পরিচয়পত্র দেখে আরও হতবাক হতে হয়। কারণ, যুবতীর মায়ের জায়গায় শ্যামলীর নাম রয়েছে। নকল মায়ের পরিচয়ে ভুয়ো পরিচয়পত্র তৈরি করা হয় কীভাবে? সেই প্রশ্নও উঠেছে। এরপরই পুলিশ অনুপ্রবেশকারী ওই যুবতী ও শ্যামলী শিকদার নামে ওই মহিলাকে গ্রেপ্তার করে। বিশ্বনাথ শিকদার এদিন সকাল থেকেই পলাতক। তাঁর খোঁজেও পুলিশ তল্লাশি চালাচ্ছে।

ধৃতদের আজ, রবিবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে জেরা করা হবে বলে তদন্তকারীরা জানিয়েছেন। কোনও বড়সড় চক্র এর সঙ্গে জড়িত আছে কিনা, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement