Advertisement
Advertisement
Nadia

সীমান্ত পেরিয়ে ভুয়ো পরিচয়পত্র বানিয়ে বাস, নদিয়ায় গ্রেপ্তার বাংলাদেশি অনুপ্রবেশকারী

এক দালালকেও গ্রেপ্তার করা হয়েছে।

Bangladeshi infiltrator arrested in Nadia

পুলিশের হাতে গ্রেপ্তার ধৃতরা। নিজস্ব চিত্র

Published by: Suhrid Das
  • Posted:July 23, 2025 7:46 pm
  • Updated:July 23, 2025 7:46 pm  

সঞ্জিত ঘোষ, নদিয়া: সীমান্ত পেরিয়ে এপারে এসে বসবাস। অবৈধভাবে এদেশের ভুয়ো পরিচয়পত্রও তৈরি করা হয়েছিল। সেই ভুয়ো পরিচয়পত্র নিয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় থেকে রাজমিস্ত্রীর কাজ করতেন তিনি। শেষপর্যন্ত পুলিশের হাতে গ্রেপ্তার ওই বাংলাদেশি অনুপ্রবেশকারী। ঘটনাটি নদিয়ার চাপড়ার। ধৃতের নাম রাসেল ইসলাম। এছাড়াও একজন দালালকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement

জানা গিয়েছে, রাসেল ইসলামের বাড়ি বাংলাদেশের পঞ্চগড় এলাকার বাসিন্দা। বেশ কয়েক বছর আগে ওই যুবক সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। নদিয়ার চাপড়া সীমান্ত এলাকা দিয়ে ঢুকেছিলেন তিনি। দালালের মাধ্যমে ওই এলাকায় প্রথমে গা ঢাকা দিয়েছিলেন। দালালের মাধ্যমে এদেশের ভুয়ো পরিচয়পত্র তৈরি করা হয়েছিল। সেই পরিচয়পত্র নিয়েই রাজ্যের বিভিন্ন জায়গায় থাকতে শুরু করেন ওই যুবক। বিভিন্ন এলাকায় রাজমিস্ত্রী হিসেবে কাজও করেছেন বলে খবর। দেশের বিভিন্ন জায়গায় বাংলাদেশি সন্দেহে ধরপাকড় চলছে। সীমান্ত এলাকাতেও কড়া নজরদারি চলছে। সেই আবহে ওই যুবক বাংলাদেশে নিজের বাড়িতে ফেরার পরিকল্পনা করেছিলেন।

নদিয়ার চাপড়ার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী শিকড়া গ্রামের বাসিন্দা দালাল আবদুল সালাম মণ্ডল। তাঁর মাধ্যমেই ওই যুবক সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ফিরে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। মঙ্গলবার গভীররাতে ওই যুবক দালালের মাধ্যমে গোপনে সীমান্ত পেরনোর ছক করেছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে চাপড়া থানার পুলিশ সেখানে হানা দেয়। পাকড়াও করে জিজ্ঞাসাবাদ শুরু হয়। কিছু সময় জেরাতেই ভেঙে পড়েন ওই যুবক। সত্য জানার পর ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। পাশাপাশি ওই দালালকেও গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের আজ, বুধবার কৃষ্ণনগর আদালতে তোলা হয়েছিল।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement