Advertisement
Advertisement
Petrapole

দুই সন্তান-সহ অন্তঃসত্ত্বা বউমাকে সীমান্তে ফেলে পালাল শ্বশুর! গ্রেপ্তার বাংলাদেশি মহিলা

মহিলার কাছে ভারতে প্রবেশের কোনও বৈধ কাগজপত্র পাওয়া যায়নি।

Bangladeshi woman who left by relative arrested from Petrapole border, Bongaon
Published by: Sucheta Sengupta
  • Posted:September 15, 2025 10:39 am
  • Updated:September 15, 2025 10:44 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার আশ্বাস দিয়ে প্রতারণা! দুই খুদে সন্তান-সহ অন্তঃসত্ত্বা বউমাকে সীমান্তে ফেলে পালিয়ে গেলেন কাকা শ্বশুর! অসহায় অবস্থায় রাতভর বনগাঁর পেট্রাপোল সীমান্তে ঠায় বসে রইলেন মহিলা। সঙ্গে কোনও বৈধ কাগজপত্র না থাকায় সোমবার সকালে তাঁকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পেট্রাপোল থানার পুলিশ। আজ ওই বাংলাদেশি মহিলাকে বনগাঁ আদালতে পেশ করা হবে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত মহিলার নাম পারিমা আখতার। আসল বাড়ি বাংলাদেশের চট্টগ্রামে। ৬ বছর আগে ভারতের বাসিন্দা মিলন শেখের সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের চার ও দু’বছরের দুই পুত্রসন্তান রয়েছে। পারিমার স্বামী মিলন ছোটবেলা থেকে মায়ের সঙ্গে বাংলাদেশে থাকতেন। বিয়ের পরও পারিমা ও মিলনের বাড়ি ছিল বাংলাদেশেই। কিন্তু ৯ মাস আগে স্বামীর সঙ্গে এপাড়ে চলে আসেন পারিমা। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে থাকতে শুরু করেন। পারিমার অভিযোগ, ভারতে আসার পর থেকেই স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন তাঁর উপর নির্যাতন চালাতে শুরু করে এবং বাংলাদেশে ফিরে যেতে চাপ দিতে থাকে। এসবের মাঝেই ফের অন্তঃসত্ত্বা হয়ে পড়েন পারিমা।

এরপর রবিবার সকালে পারিমাকে বাপের বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে কাকাশ্বশুর চাঁদ শেখ দুই শিশু-সহ নিয়ে আসেন পেট্রাপোলে। অভিযোগ, হোটেলে খাওয়ানোর পর ফল আনার নাম করে চুপচাপ পালিয়ে যান চাঁদ শেখ। তাঁকে এবং অন্যান্য শ্বশুরবাড়ির লোকজনকে ফোনে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হন পারিমা। সকলের ফোন সুইচড ফোন। ফলে দুপুর থেকে রাত পর্যন্ত দুই বাচ্চাকে নিয়ে অসহায়ের মত পেট্রাপোল সীমান্তের তিন নম্বর গেটে কাছে বসে থাকে অন্তঃসত্ত্বা পারিমা।

পরে তাঁকে সেখানে ঘোরাঘুরি করতে দেখে জিজ্ঞাসা করেন স্থানীয় বাসিন্দারা। তখন নিজের অসহায়তার কথা জানান তিনি। এরপর সোমবার সকালে খবর পেয়ে ওই অন্তঃসত্ত্বা পারিমাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পেট্রাপোল থানার পুলিশ। ওই মহিলা কোনও বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তাঁকে গ্রেপ্তার হয়। পারিমাকে আজ বনগাঁ মহকুমা আদালতে পেশ করা হবে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ