Advertisement
Advertisement

Breaking News

Haldibari

মেসোকে ‘বাবা’ পরিচয়ে তৈরি ভুয়ো আধার-ভোটার কার্ড, গ্রেপ্তার বাংলাদেশি যুবক

ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে জেরা করছে পুলিশ।

Bangladeshi youth arrested in Haldibari

গ্রেপ্তার দুই অভিযুক্ত। নিজস্ব চিত্র

Published by: Suhrid Das
  • Posted:June 13, 2025 4:07 pm
  • Updated:June 13, 2025 4:07 pm  

শান্তনু কর, জলপাইগুড়ি: বাংলাদেশ থেকে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে এদেশে আগমন। সম্পর্কে মেসোকে ‘বাবা’ পরিচয় দিয়ে এদেশের পরিচয়পত্র বানিয়ে বসবাস। কিন্তু শেষরক্ষা হল না। গ্রেপ্তার করা হল ওই বাংলাদেশি যুবককে। পাকড়াও করা হয়েছে যুবকের সম্পর্কে ওই মেসোকেও। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কোচবিহারের হলদিবাড়ি এলাকায়। ধৃত ওই বাংলাদেশি যুবকের নাম রূপম সেন। তিনি বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার বাসিন্দা।

জানা গিয়েছে, পাঁচবছর আগে ওই যুবক অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকেছিলেন। হলদিবাড়ি এলাকার দেওয়ানগঞ্জ গ্ৰাম পঞ্চায়েতের মাদ্রাসা মোড় সংলগ্ন এলাকার বাসিন্দা উমেশচন্দ্র সেন। তিনি সম্পর্কে ওই যুবকের মেসো বলে জানা গিয়েছে। ওই বাড়িতেই বেশ কিছুদিন প্রথমে থেকেছেন ওই যুবক। পরে মেসোকে ‘বাবা’ বানিয়ে তাঁর ভুয়ো পরিচয়পত্র তৈরি করা হয়েছিল। অভিযোগ, আধার, ভোটার কার্ড তৈরি হয়ে গিয়েছিল রূপম সেনের। সেই সুবাদে কাজকর্মও জুটিয়ে নিয়েছিলেন ওই যুবক। শিলিগুড়ি এলাকায় তিনি মিস্ত্রির কাজ করছিলেন বলে খবর।

মাঝেমধ্যে হলদিবাড়ির ওই বাড়িতেও গিয়ে থাকতেন ওই বাংলাদেশি যুবক। সম্প্রতি রূপম হলদিবাড়িতে মাসিরবাড়ি গিয়ে থাকছিলেন। গোপন সূত্রে পুলিশের কাছে সেই খবর যায়। পুলিশ হানা দেয় ওই বাড়িতে। সেখান থেকেই গ্রেপ্তার করা হয় ওই অনুপ্রবেশকারী বাংলাদেশি যুবককে। বাংলাদেশি নাগরিককে আশ্রয় ও বেআইনি পথে ভুয়ো পরিচয়পত্র তৈরি করে দেওয়ার অভিযোগে উমেশচন্দ্র সেনকেও গ্রেপ্তার করা হয়। ধৃতদের আদালতে তোলা হলে বিচারক তাদের পাঁচদিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। কাদের মাধ্যমে ওই ভুয়ো পরিচয়পত্র তৈরি করা হল? সেসব বিষয় জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement