Advertisement
Advertisement
Bankura

ডেকরেটর মালিককে খুনে তিনজনের যাবজ্জীবন সাজা দিল বাঁকুড়া আদালত

সাজা শুনে খুশি মৃতের পরিবারের লোকজন।

Bankura court sentences 3 to life in prison for murder of decorator owner

প্রতীকী ছবি

Published by: Suhrid Das
  • Posted:August 20, 2025 5:11 pm
  • Updated:August 20, 2025 5:11 pm   

টিটুন মল্লিক, বাঁকুড়া: এক ব্যক্তিকে খুনে দোষী সাব্যস্ত করে তিনজনকে যাবজ্জীবন সাজা শোনাল আদালত। বাঁকুড়া জেলা আদালত এদিন সাজা শুনিয়েছে। সাজা শুনে খুশি মৃতের পরিবারের লোকজন। খুনের ঘটনাটি ঘটেছিল ওন্দা থানার রামসাগর গ্রামপঞ্চায়েতের মালপুর গ্রামে। ডেকরেটর মালিক কালোসোনা রায়কে লোহার রড দিয়ে মাথায় আঘাত করে খুন করা হয়েছিল।

Advertisement

জানা গিয়েছে, ঘটনাটি ২০২১ সালের ফেব্রুয়ারি মাসের। কালোসোনা রায়ের কাছে কাজ করতেন ডেকোরেটার্স কর্মী সাগর মাঝি। চুরির অভিযোগে সাগরকে পাকড়াও করা হয়। শুধু তাই নয়, সব টাকা ফেরত দিতে বলা হয়। দিন কয়েক পরে কালোসোনা রায় পাড়ার কালীমন্দিরে বসেছিলেন। তখনই সাগর, তার ভাই ও কাকা একসঙ্গে লাঠি, রড নিয়ে হামলা চালায় বলে অভিযোগ। মাথায় আঘাত করা হয়। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েছিলেন ওই ব্যক্তি। পরে ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয়।

ওন্দা থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। পুলিশ তদন্তে মেনে তিন অভিযুক্তকে গ্রেপ্তার করে। বাঁকুড়া জেলা আদালতে শুরু হয় মামলা। চার্জশিট জমা পড়ে আদালতে। সাক্ষ্যপ্রমাণ ও প্রত্যক্ষদর্শীদের বয়ানের ভিত্তিতে গতকাল, মঙ্গলবার ধৃতদের দোষী সাব্যস্ত করেন বিচারক। আজ, বুধবার আদালত তিনজনকে যাবজ্জীবন সাজা শোনাল। মৃত ব্যক্তির ছেলে কর্ণজিত রায় জানিয়েছেন, “আমার বাবা পাড়ার কালীমন্দিরের গিয়ে বসেছিলেন। হঠাৎ তিনজন লাঠি, রড হাতে তার উপর চড়াও হয়। বাবা কোনওভাবে রক্ষা পাননি। ঘটনাস্থলেই মৃত্যু হয়।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ