Advertisement
Advertisement
Mamata Banerjee

দীপক ঘোষের লেখা ‘মমতা বন্দ্যোপাধ্যায়কে যেমন দেখেছি’ বইয়ে স্থগিতাদেশ বারাসত আদালতের

কুৎসা রটাতে বইটিতে মিথ্যা লেখা হয়েছিল, দাবি ছিল মামলাকারীর।

Barasat Court banned book written on Mamata Banerjee
Published by: Subhajit Mandal
  • Posted:July 22, 2025 9:30 pm
  • Updated:July 22, 2025 9:34 pm   

অর্ণব দাস ও গোবিন্দ রায়: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে লেখা দীপক ঘোষের বই ‘মমতা বন্দ্যোপাধ্যায়কে যেমন দেখেছি’র প্রকাশ, বিক্রি এবং এর কোনও অংশের প্রচারের উপর স্থগিতাদেশ জারি করল বারাসত আদালত। মামলাটি করেছিলেন বিধাননগর পুরনিগমের ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রসেনজিৎ নাগ। তাঁর আবেদনের ভিত্তিতে মঙ্গলবার বারাসত সিভিল কোর্টের জুনিয়র ডিভিশনের (ফার্স্ট কোর্ট) বিচারক পৌলমী পণ্ডিত এই নির্দেশ দেন।

Advertisement

আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত এই স্থগিতাদেশ কার্যকর থাকবে। ফলে এই সময়ের মধ্যে বইটির প্রকাশ, বিক্রি, বিতরণ কিংবা বইয়ের কোনও উদ্ধৃতি বা অংশ কোনও সামাজিক মাধ্যমে বা অন্য কোথাও প্রকাশ করা যাবে না। এমনকী ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে যে অংশবিশেষ ছড়িয়ে পড়েছে, সেগুলির প্রচারেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

আবেদনকারী প্রসেনজিৎ নাগের দাবি, বইটিতে কিছু বিতর্কিত ও বিভ্রান্তিকর তথ্য রয়েছে, যা মুখ্যমন্ত্রীর ভাবমূর্তি ও ব্যক্তিগত জীবনের উপর প্রভাব ফেলতে পারে। সেই কারণেই তিনি বইটির প্রকাশনা ও প্রচারে স্থগিতাদেশ চেয়ে আদালতে যান। আদালত আবেদনটি গ্রহণ করে বিষয়টি নিয়ে আগামী শুনানি না হওয়া পর্যন্ত কোনওরকম প্রকাশনা বা প্রচারে নিষেধাজ্ঞা জারি করে।

উল্লেখ্য, দীপক ঘোষ একসময় তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন এবং দীর্ঘ সময় ধরে রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর লেখা এই বইটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে নানা অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ তুলে ধরেছে বলে দাবি করা হয়েছিল প্রকাশনার পক্ষ থেকে। তবে বইটির কিছু অংশ আগেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তা নিয়েই শুরু হয় বিতর্ক। তবে, বারাসত আদালতের এই স্থগিতাদেশের ফলে আপাতত বইটির প্রচার এবং বিতরণ আর করা যাবে না।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ