Advertisement
Advertisement
Imprisonment

আশ্রমে নাবালকদের যৌন হেনস্তা, গোবরডাঙার সন্ন্যাসীকে সশ্রম কারাদণ্ড দিল আদালত

৫ বছরের জন্য কারাবাসে অপরাধী স্বামী সত্যরূপানন্দ।

Barasat POCSO Court announces imprisonment for 5 years for harrassing teenage boys in Gobardanga

ফাইল ছবি

Published by: Sucheta Sengupta
  • Posted:September 19, 2025 7:08 pm
  • Updated:September 19, 2025 7:13 pm   

অর্ণব দাস, বারাসত: আবাসিক দুই নাবালককে যৌন হেনস্তা। অপরাধ প্রমাণিত হওয়ায় আশ্রমের সন্ন্যাসীকে এবার কারাদণ্ড ভোগ করতে হবে। শুক্রবার গোবরডাঙায় একটি আশ্রমের প্রধান স্বামী সত্যরূপানন্দকে ৫ বছর সশ্রম কারাবাসের নির্দেশ দিয়েছে বারাসত আদালত। পকসো ও জুভেনাইল জাস্টিস আইনে তাঁর সাজা ঘোষণা করেছেন বিচারক। এই সাজায় কিছুটা স্বস্তিতে নির্যাতিত নাবালকদের কাছের মানুষজন। তবে আশ্রমের অন্দরে নাবালকদের উপর যৌন অত্যাচারের ঘটনার বিষয়টি এভাবে প্রকাশ্যে আসায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে।

Advertisement

আদালত ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোবরডাঙা থানার সরকারপাড়া এলাকায় অবস্থিত সেবাশ্রমটিতে আবাসিকরা পড়াশোনা করে। গত ২০২২ সালের আগস্ট মাসের মাঝামাঝিতে ওই আশ্রমের প্রধান স্বামী সত্যরূপানন্দর বিরুদ্ধে ১৩ ও ১৪ বছরের দুই নাবালককে যৌন হেনস্তার অভিযোগ ওঠে। ঘটনাটি জানাজানি হতে ব্যাপক হইচই পড়ে যায়। স্থানীয়রা আশ্রম ঘিরে বিক্ষোভ দেখান। অভিযুক্তকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি তোলা হয়। পরবর্তীতে জেলার শিশু সুরক্ষা আধিকারিক গোবরডাঙা থানায় স্বামী সত্যরূপানন্দের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এরপর গ্রেপ্তার হয় অভিযুক্ত। মামলা শুরু হয় বারাসত আদালতের বিশেষ পকসো আদালতে। অভিযুক্তর বিরুদ্ধে চার্জশিট জমা পরে ১৫ অক্টোবর।

এরপর শুনানি শুরু হয় ২০২৩ সালের শুরুর দিকে। অভিযুক্তের বিরুদ্ধে ১১ জনের সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে বৃহস্পতিবার স্বামী সত্যরূপানন্দকে দোষী সাব্যস্ত করেন বিচারক। আর শুক্রবার তার সাজা ঘোষণা হয়। মামলার বিশেষ সরকারি আইনজীবী দেবরঞ্জন বন্দ্যোপাধ্যায় বলেন, ”পকসো আইনে ৫ বছর এবং জুভেনাইল জাস্টিস ধারায় একবছর সশ্রম কারাদণ্ড হয়েছে। দুটি সাজাই একসঙ্গে চলবে। একইসঙ্গে ২০ হাজার টাকা জরিমানা হয়েছে। অনাদায়ে অতিরিক্ত আরও ১ বছর কারাদণ্ড হবে।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ