Advertisement
Advertisement
Barasat

একাধিক বেনিয়ম! বারাসতের নার্সিংহোমকে ‘শাস্তি’ রাজ্য অর্থদপ্তরের মেডিক্যাল সেল

শুক্রবার এই নির্দেশ জানায় রাজ্য সরকারের অর্থদপ্তরের মেডিক্যাল সেল।

Barasat's nursing home suspended
Published by: Sayani Sen
  • Posted:September 5, 2025 6:54 pm
  • Updated:September 5, 2025 6:54 pm  

অর্ণব দাস, বারাসত: একাধিক বেনিয়মের অভিযোগ। বারাসত কলোনি মোড় এলাকার কেয়ার অ্যান্ড কিওর নামে একটি বেসরকারি হাসপাতালকে রাজ‍্যের হেলথ স্কিমের তালিকা থেকে সাময়িক সাসপেন্ড করা হল। শুক্রবার এই নির্দেশ জানায় রাজ্য সরকারের অর্থদপ্তরের মেডিক্যাল সেল।

Advertisement

জানা গিয়েছে, মূলত রাজ্য সরকারের সঙ্গে চুক্তির শর্তাবলি অমান্য করা, পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্পের আওতায় পড়া জরুরি রোগীদের ভর্তি নিতে অস্বীকার করা, স্বাস্থ্য প্রকল্পের অধীনে নির্ধারিত অর্থের থেকে বেশি অর্থ আদায় করা, অনেকক্ষেত্রে অতিরিক্ত টাকা নেওয়ার পরেও কোনও রসিদ না দেওয়া-সহ বেশ কিছু অভিযোগ নিয়েই ওই বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে রয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পশ্চিমবঙ্গ মেডিক্যাল সেল।

অভিযোগ প্রমাণের পরই বারাসতের এই বেসরকারি হাসপাতালকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলেই খবর। তদন্তের পূর্ণাঙ্গ রিপোর্টের পরেই পাকাপাকি সিদ্ধান্ত নেবেন রাজ্যের মেডিক্যাল সেলের কর্তারা। এই প্রসঙ্গে অভিযুক্ত হাসপাতালের কর্ণধার ডাঃ তপনজ্যোতি বন্দোপাধ্যায় জানিয়েছেন, “সাসপেন্ড করেছে, কি আর করা যাবে। তবে, স্বাস্থ্য প্রকল্পে রাজ‍্য সরকার যা টাকা দেয়, তাতে কাজ করা যায় না। এই নিয়ে আর কিছু বলার নেই।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement