Advertisement
Advertisement
Barrackpore Incident

বাবা-মাকে বেদম মার! বাধা দিতেই কাউন্সিলরের মাথা ফাটাল ছেলে

প্রবল শোরগোল ছড়িয়েছে বারাকপুরে।

Barrackpore Incident: A tmc Councillor allegedly beaten up by a youth
Published by: Tiyasha Sarkar
  • Posted:December 23, 2024 1:52 pm
  • Updated:December 23, 2024 5:07 pm  

অর্ণব দাস, বারাকপুর: মদ্যপ ছেলে নিত্য অত্যাচার করে বাবা-মায়ের উপর। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটেছিলেন তৃণমূল কাউন্সিলর। প্রতিবাদ করায় আক্রান্ত তিনি। বৃদ্ধ দম্পতির মদ্যপ ছেলে মাথা ফাটাল কাউন্সিলরের! ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল ছড়িয়েছে উত্তর ২৪ পরগনার বারাকপুরে। তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার বারাকপুরের ২৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শংকর সরকার। স্ত্রী বন্দনা ও ছেলে শুভঙ্করকে নিয়ে থাকতেন তিনি। অভিযোগ, প্রতিদিনই টাকার দাবিতে বাবা-মায়ের উপর অত্যাচার করত শুভঙ্কর। রবিবার রাতেও শুরু হয় অশান্তি। বাবা-মাকে বেধড়ক মারধর করেন অভিযুক্ত। খবর পান তৃণমূল কাউন্সিলর জ্যোতি চক্রবর্তী। সঙ্গে সঙ্গে ছুটে যান তিনি। বাধা দিতেই শুভঙ্কর কাউন্সিলরের উপর চড়াও হন বলে অভিযোগ। মেরে তাঁর মাথা ফাটিয়ে দেন। রক্তাক্ত অবস্থায় জ্যোতি চক্রবর্তীকে ব্যারাকপুর বি এন বসু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বেশ কয়েকটি সেলাই পড়েছে।

আক্রান্ত কাউন্সিলর বলেন, “রোজ এমন ঘটনা ঘটে। রবিবার রাতে মাত্র ছাড়িয়ে যায়। মার্বেল নিয়ে অসুস্থ বাবা মা কে মারতে গিয়েছিলেন শুভঙ্কর। আমি বাঁচাতে গেলে আমার অপর চড়াও হয়। মাথায় মারে।” এই ঘটনার পর থেকে ছেলেকে বাড়িতে ঢুকতে দেননি আক্রান্ত দম্পতি। ছেলের কঠোর শাস্তির দাবি করেছেন তাঁরা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement