Advertisement
Advertisement
Baruipur court

চাকরির টোপ দিয়ে ডেকে গলা কেটে খুন, তিনজনের যাবজ্জীবন সাজা বারুইপুরের আদালতের

১৬ জনের সাক্ষ্য গ্রহণ করে আদালত।

Baruipur court sentences 3 to life imprisonment

প্রতীকী ছবি

Published by: Subhankar Patra
  • Posted:September 20, 2025 3:23 pm
  • Updated:September 20, 2025 3:23 pm   

দেবব্রত মণ্ডল, বারুইপুর: চাকরির টোপ দিয়ে ডেকে এনে নির্যাতন। পরে মহিলাকে গলা কেটে খুন। পাঁচবছর আগের ঘটনায় তিন অভিযুক্তকে দোষী সাবস্ত্য করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল বারুইপুর মহকুমা আদলত। শুক্রবার তাদের সাজা ঘোষণা করেন বিচারক।

Advertisement

২০২০ সালে অক্টোবর মাসের ১৬ তারিখ। জয়নগর এলাকায় ড্রেনের মধ্যে মহিলার কাটা মুণ্ডু উদ্ধার হয়। দেহটি পাওয়া যায় কিছুটা দূর থেকে। তদন্তে উঠে আসে মহিলার নাম আলেয়া লস্কর। মহিলা করোনার মহামারির সময় কাজ হারিয়ে বিভিন্ন চাকরির সন্ধান করছিলেন। সেই সময় এই তিন অভিযুক্ত তাঁকে চাকরির টোপ দিয়ে একটি ভাড়া বাড়িতে নিয়ে এসে রাখে। তারপর সেখান থেকে তাকে নিয়ে গিয়ে খুন করে।

দেহ উদ্ধারের পর খুনের মামলা রুজু করে তদন্তে নামে পুলিশ। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ফরমান লস্কর, আতিয়ার রহমান ও মনিরা খাতুনকে গ্রেপ্তার করে পুলিশ। তিনজনকে প্রধান ষড়যন্ত্রকারী হিসাবে তুলে ধরা হয়। ঘটনার সাক্ষীদের ভয় দেখানোরও অভিযোগ ছিল ধৃতদের বিরুদ্ধে। তিনজনকে মূল অভিযুক্ত হিসাবে চার্জশিট পেশ করে পুলিশ। শুরু হয় বিচারপর্ব। ১৬ জনের সাক্ষ্য গ্রহণ করে আদালত। সব তথ্য প্রমাণ, সাক্ষীদের বয়না ও খুনের মোটিভ সব কিছু খতিয়ে দেখিয়ে তিনজনকেই দোষি বলে ঘোষণা করে ফাস্ট ট্রাক কোর্ট। তাদেরকে সশ্রম কারাদণ্ড সাজা শোনান বিচারক।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ