ফাইল ছবি
দেবব্রত মণ্ডল, বারুইপুর: বন্ধ স্কুলের উন্নয়ন। হচ্ছে না অডিট। সেই টাকায় বিদেশ ভ্রমণ প্রধান শিক্ষকের! এবার আর্থিক তছরুপের অভিযোগে সাসপেন্ড হলেন অভিযুক্ত প্রধান শিক্ষক। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। বারুইপুর থানার মল্লিকপুর আব্দুস শুকুর হাইস্কুলের প্রধান শিক্ষক অঞ্জন দাসকে আর্থিক তছরুপের অভিযোগে সাসপেন্ড করা হয়েছে।
অভিযোগে বলা হয়েছে, প্রায় বছর চার-পাঁচেক ধরে স্কুলে ঠিকমত অডিট হয় না। এমনকি ম্যানেজিং কমিটির রেজোলিউশন ছাড়াই যথেচ্ছ ভাবে অডিট করা এবং অডিটেড না হওয়া ফান্ড ব্যবহার করার অভিযোগ উঠেছে স্কুলের প্রধান শিক্ষক অঞ্জন দাসের বিরুদ্ধে। সেই ফান্ড ব্যবহার করেই তিনি বিদেশ ভ্রমণ করেছেন বলেও অভিযোগ। এই বিদেশ ভ্রমণের ক্ষেত্রে ম্যানেজিং কমিটির কোনও সদস্যের অনুমতি নেননি অভিযুক্ত প্রধান শিক্ষক।
অভিযোগ থেকে জানা গিয়েছে, গত চার-পাঁচ বছরে প্রায় ৩০ থেকে ৩৫ লক্ষ টাকার আর্থিক তছরুপের অভিযোগ তুলছেন স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি শুভাশিস সাহু। এছাড়াও স্কুলের ভিতরে রং করানো থেকে শুরু করে স্কুলের টেবিল এবং বেঞ্চ তৈরির মত বিভিন্ন কাজে আর্থিক তছরুপের অভিযোগ করা হয়েছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে।
অভিযুক্ত প্রধান শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ডিসিপ্লিনারি কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। অভিযোগ প্রমাণিত হলে কড়া পদক্ষেপ করা হবে তাঁর বিরুদ্ধে। অভিভাবকদের একাংশও এই ঘটনা ক্ষুব্ধ। তাঁরাও অভিযুক্ত প্রধান শিক্ষকের শাস্তির দাবি জানিয়েছেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.