Advertisement
Advertisement

Breaking News

Basirhat

বাংলা বলার ‘শাস্তি’, এবার ঝাড়খণ্ডে অস্ত্রের কোপে রক্তাক্ত বসিরহাটের যুবক!

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সাহায্যের আর্জি জানিয়েছেন আক্রান্তের পরিবারের সদস্যরা।

Basirhat youth allegedly beaten up at Jharkhand

প্রতীকী ছবি।

Published by: Tiyasha Sarkar
  • Posted:September 15, 2025 5:53 pm
  • Updated:September 15, 2025 5:53 pm   

গোবিন্দ রায়, বসিরহাট: বাংলা বলার শাস্তি! ঝাড়খণ্ডে আক্রান্ত বসিরহাটের যুবক। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি যুবক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সাহায্যের আর্জি জানিয়েছেন আক্রান্তের পরিবারের সদস্যরা।

Advertisement

জানা গিয়েছে, বসিরহাটের ন্যাজাট থানার বয়ারমারি ২নং গ্রাম পঞ্চায়েতের উলাপাড়া গ্রামের বহু যুবক ভিনরাজ্যে কাজ করেন। আক্রান্ত যুবক গত পাঁচ বছর ওড়িশায় কাজ করছিলেন। সম্প্রতি বসিরহাটের বাড়ি ফেরেন তিনি। শনিবার কাজে যাওয়ার জন্য রওনা দেন। সঙ্গে ছিলেন আরও বেশ কয়েকজন। জানা গিয়েছে, ঝাড়খণ্ডের টাটানগর স্টেশনে নামেন তাঁরা। সেখানেই বাংলায় কথা বলতেই সমস্যার শুরু। বাংলাদেশি তকমা দিয়ে ওই যুবকদের বেধড়ক মারধর করেন কয়েকজন।

সূত্রের খবর, এক যুবককে রীতিমতো ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। রক্তাক্ত অবস্থায় প্রথমে তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিয়ে আসা হয় কলকাতায়। বর্তমানে তিনি চিকিৎসাধীন বলেই খবর। ভিনরাজ্যে বাঙালি হেনস্তার অভিযোগ উঠছে বারবার। এই সমস্যা সমাধানে মুখ্যমন্ত্রীর সাহায্য চাইছেন আক্রান্তের পরিবার। উল্লেখ্য, বাঙালি হেনস্তার প্রতিবাদে আগেই সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আক্রান্ত একাধিক পরিবারকে কলকাতায় ফিরিয়েও এনেছেন তিনি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ