Advertisement
Advertisement
Amitabh Bachchan

কথা রাখলেন বিগ বি, KBC জয়ী বঙ্গসন্তানের বাড়িতে গড়ে দিলেন শৌচালয়

শাহেনশার কীর্তিতে মুগ্ধ জয়ন্ত শৌচালয়ের বাইরে লিখলেন 'গিফটেড বাই অমিতাভ বচ্চন'।

Bathroom made with the help of Amitabh Bachchan in Hooghly
Published by: Sucheta Sengupta
  • Posted:October 10, 2025 4:12 pm
  • Updated:October 10, 2025 4:14 pm   

সুমন করাতি, হুগলি: বছরখানেক আগে কেবিসি অর্থাৎ ‘কন বনেগা ক্রোড়পতি’ রিয়্যালিটি শো-য়ে গিয়ে অমিতাভ বচ্চনের কাছে নিজের পরিবারের দুঃখ-দুর্দশার কথা তুলে ধরেছিলেন হুগলির গোঘাটের বেঙাই গ্রাম পঞ্চায়েতের আগাই নামক প্রত্যন্ত একটি গ্রামের ছেলে জয়ন্ত দুলে। তিনি জানিয়েছিলেন তাঁর পরিবারে কোনও শৌচালয় নেই। ফলে বাড়ির পুরুষদের পাশাপাশি তাঁর মা এবং বোনকেও খোলা জায়গায় স্নান, শৌচকর্মাদি করতে হয়। জয়ন্তর এই অভাবের কথা শুনে গভীরভাবে ব্যথিত হয়ে পড়েছিলেন শো-র সঞ্চালক অমিতাভ বচ্চন। এই সমস্যার কথা তাঁকে এতটাই ভাবিয়ে তুলেছিল যে অনুষ্ঠানের কয়েকদিন পর তিনি নিজে জয়ন্তর সঙ্গে যোগাযোগ করেছিলেন। প্রতিশ্রুতি দিয়েছিলেন, জয়ন্তর বাড়িতে সম্পূর্ণ নিজ উদ্যোগে একটি সুন্দর শৌচালয় তৈরি করে দেবেন।

Advertisement

বলিউডের শাহেনশা নিজের দেওয়া সেই প্রতিশ্রুতি পূরণ করেছেন। জয়ন্তর বাড়িতে এখন ঝাঁ চকচকে বাথরুম তৈরি হয়ে গিয়েছে। তার দরজায় লাগানো ফলকে লেখা – ‘গিফটেড বাই অমিতাভ বচ্চন’। অর্থাৎ অমিতাভ বচ্চনের দেওয়া উপহার।

শৌচালয় ‘গিফটেড বাই অমিতাভ বচ্চন’। নিজস্ব ছবি।

২০২৪ সালে কেবিসি-র ‘সিজন ১৬’-এ প্রথম সপ্তাহে বিজয়ী হয়েছিলেন হুগলির জয়ন্ত দুলে। নিজের মেধার জোরে জিতেছিলেন ১৫ লক্ষ ৭০ হাজার টাকা। সকলকে মুগ্ধ করেছিলেন তিনি। কিন্তু সেই অনুষ্ঠানে জয়ন্তর পারিবারিক দুর্দশার চিত্র ঠিক ততটাই আবেগতাড়িত করে তুলেছিল সকলকে। জয়ন্ত জানিয়েছেন, তাঁর বাড়িতে বাথরুম নির্মাণের জন্য অমিতাভ বচ্চন তাঁকে ২ লক্ষ টাকা দিয়েছেন। গতবছর অক্টোবর মাসে তাঁর অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছিলেন অমিতাভ বচ্চন। ডিসেম্বর মাস থেকে কাজ শুরু করেছিলেন তিনি। বিগত কয়েকমাস টানা বর্ষার কারণে কাজ বন্ধ ছিল। তবে অবশেষে কাজ সম্পন্ন হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত বিগ বি-কে এবিষয়ে জানানো হয়নি। মেল করে শৌচালয় তৈরি হওয়ার কথা তিনি জানাবেন বলে ভেবে রেখেছেন। ‘বচ্চন সাহেবে’র উপহার দেওয়া এই সুন্দর শৌচালয় তাঁর পরিবারের বড় উপকার হল বলে জানাচ্ছেন জয়ন্ত।

একেবারে প্রত্যন্ত গ্রামের দরিদ্র অভাবী পরিবারের ছেলে জয়ন্ত দুলে নিজের শিক্ষার কারণে আজ যে সাফল্য পেয়েছেন, ঠিক সেই শিক্ষাকেই আঁকড়ে ধরে থাকার বার্তাই তিনি ছড়িয়ে দিচ্ছেন যুব সমাজে। তাঁর কথায়, ”জ্ঞানই হল প্রকৃত সৌন্দর্য। সঠিক জ্ঞানের মাধ্যমে জীবনে বহু কিছু অর্জন করা সম্ভব। তাই যুব সমাজকে আমি বার্তা দেব, তাঁরা যেন সঠিক জ্ঞান অর্জন করে।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ