চন্দ্রশেখর চট্টোপাধ্যায়, আসানসোল: দিল্লিতে অটলবিহারী বাজপেয়ীর শেষকৃত্য সম্পন্ন হলেও পারলৌকিক ক্রিয়া হবে বাংলায়। তবে প্রাক্তন প্রধানমন্ত্রীর পালিত বাঙালি কন্যার মুখাগ্নির সঙ্গে বাংলার এই পারলৌকিক ক্রিয়ার কোনও সম্পর্ক নেই। আসানসোলের বাবুল-ব্রিগেড এই আয়োজন করতে চলেছেন ২৮ আগস্ট।
কেন পারলৌকিক ক্রিয়ার আয়োজন? বিজেপি কর্মীদের দাবি, অটল বিহারীর বাজপেয়ীর মৃত্যুতে পিতৃহারা হয়েছেন তাঁরা। তাই এই আয়োজন। পারলৌকিক ক্রীয়ার সমস্ত প্রস্তুতি সেরে ফেলেছে বাবুল-ব্রিগেড। ভারতীয় জনতা পার্টির কুলটি মণ্ডল থেকে উদ্যোগ নেওয়া হয়েছে পারলৌকিক ক্রিয়া, ক্ষৌরকর্ম ও ব্রাহ্মণ ভোজনের। আপনজনের মৃত্যুতে আত্মীয়-পরিজনরা যেমনটা ঠিক করে থাকেন, তেমনটাই নাকি করা হবে ২৮ আগস্ট।
[মেয়ের চিকিৎসার জন্য প্রয়োজন ৩৫ লক্ষ টাকা, সাহায্যের আশায় অসহায় বাবা-মা]
কুলটি মণ্ডল সভাপতি অমিত গরাই জানান, তাঁরা আয়োজনের কোনও ত্রুটি রাখছেন না। ভারতরত্ন প্রাক্তন প্রধানমন্ত্রীকে সম্মান জানাতে আপনজনের মতোই পারলৌকিক ক্রিয়া করবেন। নিয়ামতপুরের পার্টি অফিসে অটলজির ছবি রাখা হয়েছে ফুল-মালা সাজিয়ে। প্রতিদিন ধূপ-প্রদীপ জ্বালানো হচ্ছে সকাল-সন্ধ্যা। অনেকেই আসছেন শ্রদ্ধা জানাতে। নীরবতা পালন করে পার্টি অফিসে কাজকর্ম শুরু করা হচ্ছে। মধ্যপ্রদেশের গোয়ালিয়রের ব্রাহ্মণ সন্তান প্রাক্তন প্রধানমন্ত্রী। নিয়ম অনুযায়ী আগস্ট ২৮ তারিখই পড়বে শ্রাদ্ধের অনুষ্ঠানের দিন। কুলটির বিজেপি নেতৃত্ব জানান শ্রাদ্ধে থাকছেন পুরোহিত, থাকছেন অগ্রদানি পুরোহিতও। মন্ত্রোচ্চারণ, হোম-যজ্ঞ, কীর্তন সবই হবে ওই দিন।
অমিত গরাই জানান, ক্ষৌরকর্মও হবে। অনেকেই ওই দিন মস্তক মুণ্ডন করবেন। এরপর থাকবে ব্রাহ্মণ ভোজন। ১১ জন ব্রাহ্মণের পাতে পড়বে লুচি, ডাল, সবজি, বোঁদে। হাতে দেওয়া হবে ষোলোআনার কয়েন, ছোট থালা ও একটি করে গীতা। এছাড়াও নরনারায়ণ সেবারও আয়োজন করা হয়েছে। প্রায় ৫০০ জন দুঃস্থ মানুষের খাওয়াদাওয়ার আয়োজন করা হচ্ছে। বিজেপির আসানসোল জেলা কমিটির সদস্য বিবেকানন্দ ভট্টাচার্য্য, ডা. ইবরাপ আহমেদ, আইটি সেলের ইনচার্জ সন্তোষ বর্মা বলেন অটলজির নীতি আদর্শের কথা জানাতেই তাঁর নামাঙ্কিত অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে। তাঁর প্রতি শোক জানানো হবে। অখণ্ড ভারতের তিনি যে স্বপ্ন দেখতেন, সেই বার্তা দেওয়া হবে এদিনের অনুষ্ঠানে।
[উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ, আগামী ২ দিন রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.