Advertisement
Advertisement
Bengali migrant worker

এবার বিশাখাপত্তনমে আক্রান্ত বাঙালি শ্রমিক! মোবাইল চোর সন্দেহে ‘মারধর’, বাড়ি ফেরার পথে মৃত্যু

পাঁচমাস আগে অন্ধ্রপ্রদেশের কাজে যান তিনি।

Bengali migrant worker dies in Visakhapatnam
Published by: Subhankar Patra
  • Posted:September 12, 2025 12:59 pm
  • Updated:September 12, 2025 8:31 pm  

রমণী বিশ্বাস, তেহট্ট: ভিনরাজ্যে মৃত্যু তেহট্টের বাঙালি পরিযায়ী শ্রমিকের। মোবাইল চোর সন্দেহে মারধর। ধারালো অস্ত্রের কোপ! চিকিৎসার পর কিছুটা সুস্থ হলেও, বাড়ি ফেরার পথে মৃত্যু। ঘটনায় ফের অন্য রাজ্যে পরিযায়ী শ্রমিকের উপর নির্যাতনের ছবি প্রকাশ্যে।  

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত পরিযায়ী শ্রমিকের নাম রাজু তালুকদার। তিনি তেহট্টের বেতাই লালবাজার মাঠপাড়া এলাকার বাসিন্দা। প্রায় পাঁচমাস আগে ভাই ও এলাকার কয়েকজনকে নিয়ে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে কাজে যান। ২৯ আগস্ট স্থানীয় শ্রমিকদের মোবাইল চুরি হয়ে যায়। তাঁদের সন্দেহ এসে পড়ে বাঙালি শ্রমিকদের উপরে। শুরু হয় বচসা। তা গড়ায় হাতাহাতিতে। অভিযোগ, সেই সময় কয়েকজন রাজুর উপর চড়াও হয়ে ধারালো অস্ত্র দিয়ে কোপায়।

রক্তাক্ত অবস্থায় রাজুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই বেশ কয়েকদিন চিকিৎসাধীন ছিলেন তিনি। পরে কিছুটা সুস্থ হলে তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হয়। এদিকে রাজুর বাড়ির সদস্যরা সিদ্ধান্ত নেন বাংলায় নিয়ে এসে তাঁর চিকিৎসা করাবেন। সেই মোতাবেক অন্ধ্রপ্রদেশ থেকে বাড়ি ফিরছিলেন রাজু। তবে বিশাখাপত্তনমের স্টেশনে আসতেই আবার অসুস্থ হয়ে পড়েন শ্রমিক। সঙ্গীরা তড়িঘড়ি থাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

নদিয়ার বাড়িতে খবর পৌঁছতেই শোকে ভেঙে পড়েছেন রাজুর স্ত্রী সান্ত্বনা তালুকদার। শোকের ছায়া গোটা এলাকায়। আজ, শুক্রবার পরিযায়ী শ্রমিকের দেহ গ্রামে ফিরিয়ে আনা হবে বলে খবর। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement