Advertisement
Advertisement
Taki

বাংলাদেশি তকমায় তামিলনাড়ুতে ২২ দিন বন্দি বাংলার শ্রমিক! প্রশাসনের দ্বারস্থ টাকির পরিবার

উদ্বিগ্ন ওই পরিবার।

Bengali worker held in Tamil Nadu for 22 days,Taki's family approaches administration

পরিচয়পত্র হাতে পরিবারের সদস্যরা । নিজস্ব চিত্র

Published by: Suhrid Das
  • Posted:August 12, 2025 3:26 pm
  • Updated:August 12, 2025 3:26 pm   

গোবিন্দ রায়, বসিরহাট: বিজেপিশাসিত রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি সন্দেহে পাকড়াও করে অত্যাচারের অভিযোগ উঠেছে। দিল্লি, মহারাষ্ট্র, গুজরাট রাজ্যে একাধিক এই ঘটনা সামনে এসেছে। এবার তামিলনাড়ুতে বাংলার এক শ্রমিককে পুলিশ আটকে রেখেছে বলে অভিযোগ। উত্তর ২৪ পরগনার বসিরহাটের টাকি পুরসভা এলাকায় বাড়ি রাজীব শেখ নামে ওই ব্যক্তির। দুঃসংবাদ বাড়ি আসার পর থেকে আতঙ্কিত পরিবারের সদস্যরা। ২২ দিন ধরে তাঁকে তামিলনাড়ুর পুলিশ আটকে রেখেছে বলে অভিযোগ। রাজীব শেখকে বাড়ি ফিরিয়ে আনার জন্য প্রশাসনকে আর্জি জানাচ্ছে পরিবার।

Advertisement

জানা গিয়েছে, হাসনাবাদ থানার টাকি পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডে বাড়ি রাজীবের। গত পাঁচবছর ধরে তামিলনাড়ুতে তিনি পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করছেন। বাংলাতেই অন্যান্যদের সঙ্গে তিনি কথা বলেন বলে খবর। অভিযোগ, গত ২২ জুলাই রাজীব-সহ বেশ কয়েকজনকে তামিলনাড়ুর পেরেমবালা থানার পুলিশ পাকড়াও করে। বাংলাদেশি সন্দেহে তাঁকে পাকড়াও করে থানায় নিয়ে যাওয়া হয়েছিল বলে অভিযোগ। পরে পুলিশের পক্ষ থেকে টাকিতে ওই পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। পরিবারের লোকজন এদেশে থাকার সব বৈধ নথি, পরিচয়পত্র তামিলনাড়ু পুলিশকে পাঠায়। তারপরও রাজীবকে ছাড়া হয়নি বলে বলে পরিবারের অভিযোগ। গত ২২ দিন ধরে তাঁকে আটকে রাখা হয়েছে বলে অভিযোগ।

রাজীব শেখের স্ত্রী মোনোরা বিবি অত্যন্ত দুশ্চিন্তায়। তিনি জানিয়েছেন, সমস্ত নথি দেওয়ার পরও পুলিশ ছাড়ছে না। বাংলাদেশি সন্দেহে স্বামীকে আটকে রাখা হয়েছে। ফোনেও তেমন কথা বলা যাচ্ছে না। কোথায়, কী অবস্থায় আছেন রাজীব? খেতে পাচ্ছেন কিনা ঠিকভাবে, কিছুই জানা যাচ্ছে না। স্বামীকে ফিরে পেতে তিনি প্রশাসনের দ্বারস্থ হচ্ছেন বলে খবর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর স্বামীকে ফিরিয়ে আনার ব্যবস্থা করুক। তেমনই আর্জি তিনি জানাচ্ছেন। বাবাকে ভিনরাজ্যের পুলিশ আটকে রাখায় দুশ্চিন্তায় রয়েছেন ছেলে জাহিদুল ইসলাম শেখও।

কাউন্সিলর গোবিন্দ সরকার জানিয়েছেন, আধার, ভোটার কার্ড, সব নথি পাঠানোর পরও তামিলনাড়ু পুলিশ ওই ব্যক্তিকে ছাড়ছে না। অবিলম্বে তাঁকে ছাড়ার জন্য আবেদন জানানো হয়েছে। ওই পরিবার প্রশাসনের দ্বারস্থ হচ্ছেন বলেও খবর।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ