Advertisement
Advertisement
BSF

সীমান্ত পেরিয়ে ভারতে বিজিবি জওয়ান, ফ্ল্যাগ মিটিংয়ের পর বাংলাদেশে ফেরাল বিএসএফ

কী করে ভারতে প্রবেশ করলেন জওয়ান?

BGB jawan cross border into India, BSF return to Bangladesh after flag meeting

প্রতীকী ছবি

Published by: Subhankar Patra
  • Posted:June 22, 2025 9:31 am
  • Updated:June 22, 2025 9:48 am  

শাহজাদ হোসেন, ফরাক্কা: উত্তেজনার আবহে সৌজন্য দেখল ভারত-বাংলাদেশ সীমান্ত। বড় ঘাসে পথ হারিয়ে ভারতে ঢুকে পড়া বাংলাদেশ সীমান্ত রক্ষীর জওয়ানকে ওপারে ফিরিয়ে দিল বিএসএফ। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত বয়রাঘাট এলাকায়। সৌজন্য দেখিয়ে ওই বিজিবি জওয়ানের বিরুদ্ধে কোনও আইননানুগ ব্যবস্থা নেওয়া হয়নি।

Advertisement

বিএসএফ সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে এক বিজিবি জওয়ান আন্তর্জাতিক সীমান্ত পার করে ভারতে প্রবেশ করেন। যে এলাকা থেকে ওই জওয়ান ভারতে প্রবেশ করে সেখানে কোনও কাঁটাতার নেই। পাশাপাশি বর্ষার কারণে লম্বা, লম্বা ঘাস রয়েছে। অনুমান, সেই ঘাসে পথ হারিয়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেন। চাঁপাইনবাবগঞ্জ জেলার সীমান্তবর্তী একটি গ্রামে টহলরত জওয়ানটি ভারতে প্রবেশ করার পর সীমান্ত এলাকায় টহলরত বিএসএফ জওয়ানরা তাঁকে ধরে বিএসএফ ক্যাম্পে নিয়ে আসেন।

এরপর বিএসএফের তরফ থেকে ওই বিজিবির ওই জওয়ানকে অন্য একটি ক্যাম্পে নিয়ে আসা হয়। এবং গোটা ঘটনাটি বাংলাদেশকে জানানো হয়। এর কয়েক ঘণ্টা পর দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর আধিকারিকেরা ফ্ল্যাগ বৈঠকে বসেন। বিএসএফ সূত্রের খবর, শনিবার সন্ধ্যা নাগাদ ওই বিজিবি জওয়ান বাংলাদেশে ফিরে গিয়েছেন।

কী করে ভারতে প্রবেশ করলেন? অনুমান, বর্ষার কারণে ওই এলাকায় প্রচুর বড় বড় ঘাস জন্মেছে। তার ফলে আন্তর্জাতিক সীমান্ত নির্ধারণকারী পিলারগুলো খালি চোখে দেখা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। পথ ভুল করে বিজিবির ওই জওয়ান আন্তর্জাতিক সীমান্ত পার করে ভারতীয় সীমান্তে প্রবেশ করেন বলেই ধারণা।

বিএসএফের দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের জনসংযোগ আধিকারিক এনকে পান্ডে গোটা ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, “শনিবার সকালে এক বিজিবি জওয়ান আন্তর্জাতিক সীমান্ত পার করে ভারতে প্রবেশ করেছিলেন। শনিবার দু’দেশের সীমান্তরক্ষী বাহিনীর আধিকারিকরা ফ্ল্যাগ মিটিংয়ের বসেন। শনিবারই ওই জওয়ানকে বাংলাদেশে পাঠানো হয়েছে।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement