সীমান্তে কড়া নজরদারি বিএসএফ জওয়ানদের।
বিক্রম রায়, কোচবিহার: অবশেষে বিএসএফের চাপে পিছু হটল বর্ডার গার্ড বাংলাদেশ। কোচবিহারের শীতলকুচি, সিতাই সীমান্তে কাঁটাতারের বেড়ার ওপারে দাঁড়িয়ে থাকা বাংলাদেশি বাসিন্দাদের ফিরিয়ে নিতে কার্যত বাধ্য হয়েছে বিজিবি। বুধবার রাতে সীমান্তে বিএসএফের সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশের ফ্ল্যাগ বৈঠক হয়। সেখানেই কার্যত চাপে পড়ে সেই বাংলাদেশি নাগরিকদের পুনরায় ফিরিয়ে নেওয়া হয় বলে জানা গিয়েছে।
স্বাভাবিকভাবে সীমান্তে আর সেভাবে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়নি। তবে দিনে তো বটেই, রাতেও বিএসএফের পক্ষ থেকে বাংলাদেশ সীমান্ত এলাকায় শীতলকুচি, সিতাইতে বিশেষভাবে নজরদারি আরও বাড়িয়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। অপরদিকে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করার পর প্রায় দেড় বছর দিল্লিতে বসবাসের পর বাড়ি ফেরার পথে দুই মহিলা ও এক শিশুকে পাকড়াও করেছে পুলিশ। বাংলাদেশ ফিরে যাওয়ার জন্য বুধবার রাতে তুফানগঞ্জ এক নম্বর ব্লকের বালাভূত সীমান্ত ঘেঁষা একটি বাড়িতে আশ্রয় নিয়েছিলেন ওই বাংলাদেশি দুই মহিলা-সহ এক শিশু। খবর পেয়ে সেই বাড়িতে হানা দেয় তুফানগঞ্জ থানার পুলিশ। ঘটনায় দুই মহিলা-সহ শিশুকে সেখান থেকে আটক করে পুলিশ। যদিও পুলিশের পৌঁছানোর আগেই পালিয়ে যেতে সফল হয় ওই বাড়ির লোকজন। পুলিশে তরফে সিল করে দেওয়া হয়েছে গোটা বাড়ি।
তুফানগঞ্জে মহকুমা পুলিশ আধিকারিক কান্নিধারা মনোজ কুমার বলে, “বাংলাদেশে যাওয়ার আগে একটি বাড়িতে দু’জন মহিলা-সহ শিশু আশ্রয় নিয়েছিল। অভিযান চালিয়ে সালমা খাতুন ও মনজিলা খাতুন নামে ওই দুই মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ। দু’জনের বাড়ি বাংলাদেশের কুড়িগ্রাম জেলায়।” বিএসএফ এবং প্রশাসন সূত্রে জানা গিয়েছে, শীতলকুচির একাধিক স্থানে এবং সিতাই সীমান্ত এলাকায় দফায় দফায় বাংলাদেশি নাগরিকরা ভারতে অনুপ্রবেশের চেষ্টা শুরু করেছিল। তাদের সরাসরি মদত দিতে বর্ডার গার্ড বাংলাদেশকে দেখা গিয়েছিল। কাঁটাতারের বেড়ার ওপারে যে সমস্ত ভারতীয়রা কৃষিজমিতে কাজ করছিলেন, তারা দেখেছিলেন বর্ডার গার্ড বাংলাদেশ সেই বাংলাদেশিদের মারধর করে ভারতীয় সীমান্তের দিকে ঠেলে দিচ্ছে। যদিও বিএসএফের সতর্কতায় তাদের ওপারেই আটকে দেওয়া হয় এবং দিনভর তারা কাঁটাতারের বেড়ার ওপারে আটকে ছিল। গভীর রাতে বাধ্য হয়ে তাদেরকে পুনরায় বাংলাদেশ ফিরিয়ে নেয় স্থানীয় বাংলাদেশি প্রশাসন। তবে এই ধরনের ঘটনা পুনরায় হতে পারে বলে আশঙ্কা রয়েছে এবং সেই কারণে বিএসএফের পক্ষ থেকে সীমান্তে সতর্কতা আরও বাড়ানো হয়েছে বলে জানা গিয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.