Advertisement
Advertisement
Ghatal

টানা বর্ষণে প্লাবিত ঘাটাল, দুর্গতদের পাশে ভারত সেবাশ্রম সংঘ

অসুস্থ ও আহতদের চিকিৎসার জন্য তৈরি করা হয়েছে অস্থায়ী মেডিক্যাল ক্যাম্প।

Bharat Sevashram Sangha helps people of Ghatal
Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:July 25, 2025 6:14 pm
  • Updated:July 25, 2025 6:14 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টানা বৃষ্টির ফলে পশ্চিম মেদিনীপুরের ঘাটালে এখন বন্যা পরিস্থিতি। নদীর জলস্তর বেড়ে যাওয়ায় বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। যার জেরে বহু মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। চাষবাসেও ক্ষতি হয়েছে ব্যাপক। এই সঙ্কটময় মুহূর্তে দুর্গতদের পাশে দাঁড়াল ভারত সেবাশ্রম সংঘ।

Advertisement

জানা গিয়েছে, সংস্থার পক্ষ থেকে ঘাটালের বিভিন্ন বন্যা কবলিত এলাকায় শুকনো খাবার বিতরণ শুরু হয়েছে। চিড়ে, গুড়, বিস্কুট, মুড়ি-সহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে দুর্গত মানুষদের হাতে। শুধু খাবার নয়, অসুস্থ ও আহতদের চিকিৎসার জন্য তৈরি করা হয়েছে অস্থায়ী মেডিক্যাল ক্যাম্প। সেখান থেকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা ও ওষুধ সরবরাহ করা হচ্ছে।

এনিয়ে ভারত সেবাশ্রম সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ জানিয়েছেন, “এই দুর্যোগে যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। আমাদের সন্ন্যাসী ও স্বেচ্ছাসেবকরা নৌকায় করে বন্যা প্লাবিত পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার অন্তর্গত দৌলৎচক, ফতেপুর, রামচক, গঙ্গাপ্রসাদ-এর মতো গ্রামের ৩০০ পরিবারের হাতে শুকনো খাবার পৌঁছে দেওয়া হয়েছে। এছাড়া মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ