Advertisement
Advertisement

Breaking News

Bhatpara Jute mill

আচমকা বন্ধ ভাটপাড়ার চটকল, বেকার অন্তত ৫ হাজার শ্রমিক

দ্রুত খুলবে চটকল. আশ্বাস জগদ্দলের বিধায়কের।

Bhatpara Jute mill shut down, 5k workers lost job

আচমকা বন্ধ ভাটপাড়ার চটকল। নিজস্ব চিত্র

Published by: Paramita Paul
  • Posted:May 31, 2025 7:17 pm
  • Updated:May 31, 2025 7:17 pm  

অর্ণব দাস, বারাকপুর: শ্রমিক-মালিক অসন্তোষের জেরে শনিবার সকালে বন্ধ হয়ে গেল ভাটপাড়ার রিলায়েন্স জুটমিল। ফলে কর্মহীন হয়ে পড়ার আশঙ্কায় ভুগছেন প্রায় পাঁচ হাজার শ্রমিক।

শুক্রবারও স্বাভাবিক ছিল মিলের কাজকর্ম। কিন্তু শনিবার সকালে মিলে কাজে যোগ দিতে এসেই শ্রমিকরা দেখেন গেটে ঝুলছে সাময়িক সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস। তখনই ক্ষোভ উগরে দিয়ে শ্রমিকরা জানায়, তাঁদের উপর জোর করে কাজের চাপ বৃদ্ধি করছে কর্তৃপক্ষ। তা নিয়ে প্রতিবাদ করাতেই চক্রান্ত করে কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে। প্রতিবাদের শ্রমিকরা বিক্ষোভ দেখাতে শুরু করলেন উত্তপ্ত হয়ে উঠে এলাকা। খবর পেয়ে ভাটপাড়া থানার বিশাল পুলিস বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কারখানার গেটে মোতায়েন করা হয়েছে পুলিশ।

যদিও জুটমিল কর্তৃপক্ষের বক্তব্য, শ্রমিকদের মধ্যে একাংশ বিরূপ আচরণ করছে। কর্তৃপক্ষের কোনও নির্দেশ কার্যকর করছে না। অন্য শ্রমিকদেরও তাঁরা প্রভাবিত করছেন। কারখানা চালাতে গিয়ে সমস্যা হচ্ছে বলেই বাধ্য হয়েই সাসপেনশনের নোটিস টাঙানো হয়েছে। এই প্রসঙ্গে আইএনটিটিইউসির বারাকপুর দমদম সাংগঠনিক জেলার সভাপতি তথা জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম জানিয়েছেন, কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দ্রুত মিলটি খোলার চেষ্টা করা হচ্ছে। আশা করি, শীঘ্রই জুটমিল চালু হয়ে যাবে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement