Advertisement
Advertisement

Breaking News

Bimal Gurung

রাজনীতিকে বিদায়? চালসার ‘অরাজনৈতিক’ মঞ্চে বিমল গুরুংয়ের যোগদানে প্রশ্ন

তরাই ও ডুয়ার্স অঞ্চলের বঞ্চিত মানুষের সমস্যার সমাধানের লক্ষ্যে এই মঞ্চ, জানালেন গুরুং।

Bimal Gurung attends meeting which he demands apolotical at Dooars for people's work
Published by: Sucheta Sengupta
  • Posted:June 29, 2025 7:39 pm
  • Updated:June 29, 2025 8:02 pm  

অরূপ বসাক, চালসা: ফের সক্রিয় বিমল গুরুং। তবে রাজনৈতিকভাবে নয়, নয় পাহাড়েও। ডুয়ার্স এলাকায় শনিবার এক সভায় দেখা গেল গোর্খা জনমুক্তি মোর্চার একদা দোর্দণ্ডপ্রতাপ নেতা বিমল গুরংকে। চালসা সংলগ্ন পানঝোরায় ওইদিন ছিল পাহাড়-তরাই-ডুয়ার্স একতা মঞ্চের গুরুত্বপূর্ণ বৈঠক। মঞ্চের নেতা হিসেবে এলাকার বিভিন্ন জনজাতির মানুষের সঙ্গে মত বিনিময় করেন তিনি। গঠিত হয় মঞ্চের একটি নতুন কমিটিও।

Advertisement

বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে গুরুং জানান, পাহাড়-তরাই-ডুয়ার্স একতা মঞ্চ একটি অরাজনৈতিক সংগঠন। রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে একত্রে কাজ করাই এই মঞ্চের লক্ষ্য। তিনি বলেন, “এই মঞ্চে রয়েছে নানা রাজনৈতিক দলের মানুষ, বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধি। আমাদের মূল উদ্দেশ্য, পাহাড়, তরাই ও ডুয়ার্স অঞ্চলের বঞ্চিত মানুষের সমস্যার সমাধান করা।” গুরুংয়ের আরও বক্তব্য, বন্ধ ও সমস্যাগ্রস্ত চা বাগানগুলির শ্রমিকদের এবং সিঙ্কোনা বাগানের শ্রমিকদের সমস্যা সমাধানে বিশেষ উদ্যোগ নিচ্ছে মঞ্চ। সেই লক্ষ্যে বিভিন্ন এলাকায় সভা করে মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করা হচ্ছে এবং তাঁদের অভাব-অভিযোগ শোনা হচ্ছে।

ভবিষ্যতে রাজনীতি নিয়ে কী পরিকল্পনা তাঁর? নির্বাচনে কি লড়বেন? এনিয়ে প্রশ্ন করা হলে গুরুং স্পষ্ট করে দেন, আপাতত তাঁদের লক্ষ্য শুধু একতা মঞ্চের মাধ্যমে পাহাড়ের বঞ্চিত মানুষদের উন্নয়ন। জানা গিয়েছে, আগামী দিনে মালবাজারে এই মঞ্চের উদ্যোগে বড় আকারে একটি সভা অনুষ্ঠিত হবে। এতে আরও বড় পরিসরে এলাকার মানুষের দাবিদাওয়ার কথা তুলে ধরা হবে বলে মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে গুরুংয়ের এহেন সক্রিয়তায় পাহাড়বাসীর মধ্যে সংশয় তৈরি হয়েছে। ফের কি অশান্তির ছক করছেন মোর্চা নেতা? 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement