Advertisement
Advertisement
Mamata Banerjee

এনডিএ পরীক্ষায় দেশে প্রথম বীরভূমের যুবক, বাংলার সাফল্যে উচ্ছ্বসিত মমতা

শুভেচ্ছাবার্তা জানিয়ে আর কী লিখলেন মুখ্যমন্ত্রী?

Birbhum youth secures first position in NDA Examination, Mamata Banerjee reacts

এনডিএ পরীক্ষায় প্রথম স্থান দখল করলেন বীরভূমের ইমন ঘোষ

Published by: Subhankar Patra
  • Posted:April 17, 2025 6:20 pm
  • Updated:April 17, 2025 6:55 pm  

দেব গোস্বামী, বোলপুর: ফের সাফল্যের শিখরে বাংলা। ইউপিএসসি পরিচালিত এনডিএ পরীক্ষায় প্রথম স্থান দখল করলেন বীরভূমের এক যুবক। বৃহস্পতিবার সকালে এনডিএ পরীক্ষার ফল প্রকাশিত হয়। যেখানে প্রথম হয়েছেন বোলপুরের ইমন ঘোষ। উল্লেখ্য, সাম্প্রতিক অতীতে বাংলা থেকে এই পরীক্ষায় কেউই প্রথমস্থান অধিকার করেননি। ইমনের এই সাফল্যে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

Advertisement

এদিন এক্স হ্যান্ডেলে শুভেচ্ছাবার্তা জানিয়ে মুখ্যমন্ত্রী লেখেন, ‘আজ এনডিএ পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। আমি গর্বিত সেই পরীক্ষায় ইমন ঘোষ নামে বীরভূমের এক যুবক প্রথম হয়েছে। সাম্প্রতিক অতীতে বাংলা থেকে কেউই শীর্ষস্থান দখল করেননি। রাজ্যের সমস্ত ইউপিএসসি পরীক্ষার্থীদের কাছে তিনি একজন রোল মডেল।”

ইমনের আদি বাড়ি সিউড়ির অবিনাশপুরের দোমাইপুর গ্রামে। বর্তমানে তিনি বোলপুরের জামবুনির বাসিন্দা। ইমনের বাবা প্রাক্তন সেনাকর্মী। ইমন দেশের মধ্যে প্রথমস্থান অধিকার করায় এখন খুশির হাওয়া তাঁর গ্রামে। আনন্দে আত্মহারা তাঁর পরিবার পরিজনরাও। তবে বর্তমানে ইমন তাঁর গ্রামে নেই। তিনি পুণেতে।

ইমনের সাফল্য প্রসঙ্গে তাঁর বাবা উজ্জ্বল কুমার ঘোষ বলেন, “আমি খুবই গর্বিত যে ছেলে সর্বভারতীয় স্তরে প্রথমস্থান অধিকার করেছে। আমি প্রথম থেকেই চাইতাম, আমার ছেলে দেশের সেবা করুক। আমি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই, তিনি আমার ছেলের এই রেজাল্টে আনন্দিত হয়েছেন। পরিবারের লোকজনও খুব খুশি।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement