Advertisement
Advertisement
Maldah

রাস্তার আলো নিভিয়ে, তাড়া করে মালদহে তৃণমূল কর্মীকে কুপিয়ে ‘খুন’, কাঠগড়ায় পদ্মশিবির!

পুলিশ তদন্তে নেমে একজনকে আটক করেছে বলে খবর।

BJP accused of killing TMC worker in Maldah

প্রতীকী ছবি

Published by: Suhrid Das
  • Posted:May 19, 2025 4:23 pm
  • Updated:May 19, 2025 6:32 pm   

বাবুল হক, মালদহ: রাস্তার আলো নিভিয়ে, তাড়া করে কুপিয়ে ‘খুন’ করা হল তৃণমূল কর্মীকে। নৃশংস ওই ঘটনা ঘটেছে মালদহের ইংলিশবাজারের মহদীপুরে। মৃতের নাম সুবল ঘোষ। বিজেপির লোকজন এই ঘটনা ঘটিয়েছে বলে দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্ব ও মৃতের পরিবারের তরফে। যদিও বিজেপির তরফে সেই অভিযোগ অস্বীকার করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্তে নেমে একজনকে আটক করেছে।

Advertisement

মৃত তৃণমূল কর্মীর বাড়ি মহদীপুর অঞ্চলের ইংলিশবাজার থানার বারোদুয়ারি এলাকায়। মৃতের পরিবারের তরফে জানা গিয়েছে, গতকাল রবিবার রাতে সুবল ঘোষ এক আত্মীয়ের বাড়ি নিমন্ত্রণরক্ষা করতে যাচ্ছিলেন। সেসময় বিদ্যুৎ সংযোগ বন্ধ করে ওই এলাকা অন্ধকার করে দেওয়া হয় বলে অভিযোগ। এরপর কয়েকজন তাঁকে রাস্তায় তাড়া করে। কিছু দূর ছুটে সুবল ঘোষকে ধরে ফেলে হাঁসুয়া দিয়ে একের পর এক কোপ মারা হয় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় ওই তৃণমূল কর্মী রাস্তাতেই পড়ে থাকেন।

পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের পরিবারের তরফে অভিযোগ, বিজেপিআশ্রিত দুষ্কৃতী লালচান ঘোষ, বাপি ঘোষ-সহ বেশ কয়েকজন এই ঘটনা ঘটিয়েছে। এলাকায় সক্রিয় তৃণমূল কর্মী হিসেবে সুবল ঘোষ পরিচিত বলে খবর। সেকারণেই তাঁকে ‘খুন’ করা হল বলে দাবি তৃণমূল নেতৃত্বের। ঘটনার পরেই থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

পুলিশ অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অকুস্থল থেকে নমুনা সংগ্রহ করেছেন তদন্তকারীরা। মালদহ জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আশিস কুণ্ডু বলেন, “সুবল ঘোষ তৃণমূল কংগ্রেসের একজন সক্রিয় কর্মী ছিলেন। এলাকার বিজেপিআশ্রিত দুষ্কৃতীরা তাঁকে কুপিয়ে ‘খুন’ করেছে। আমরা চাই দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করুক পুলিশ।” যদিও বিজেপির বিরুদ্ধে ওঠা অভিযোগ মানতে চাননি নেতৃত্ব। এই বিষয়ে বিজেপির দক্ষিণ মালদহের সভাপতি অজয় গঙ্গোপাধ্যায়ের দাবি, “এটি একটি পারিবারিক বিবাদ। আগে শান্ত ছিল মহদীপুর। কিন্তু যত বিধানসভা ভোট এগিয়ে আসছে, তত উত্তপ্ত হচ্ছে ওই এলাকা।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ