Advertisement
Advertisement
BJP

‘পুলিশের গুলিতেই কালিয়াগঞ্জের যুবকের মৃত্যু’, CBI তদন্তের দাবিতে হাই কোর্টে বিজেপি

বুধবার রাতে মৃত্যু হয় ওই যুবকের।

BJP appeal at Calcutta HC for CBI probe on death of Kaliagunj man | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:April 28, 2023 11:22 am
  • Updated:April 28, 2023 11:22 am  

গোবিন্দ রায়: কালিয়াগঞ্জে যুবকের মৃত্যু হয়েছে পুলিশের গুলিতে, এই অভিযোগে আদালতের দ্বারস্থ বিজেপি নেতা ইন্দ্রনীল খাঁ। শুক্রবার ভারপ্রাপ্ত বিচারপতির দৃষ্টি আকর্ষন করেন তিনি। দাবি জানিয়েছেন সিবিআই তদন্তের।

Advertisement

গত কয়েকদিন ধরেই ছাত্রীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত কালিয়াগঞ্জ। এরই মাঝে যুবক খুনের ঘটনায় আগুনে ঘি পড়ে। বুধবার পুলিশি অভিযান চলাকালীন গুলিতে এক যুবকের মৃত্যুতে নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। সূত্রের খবর, আসামী ধরতে সীমান্তবর্তী গ্রামটিতে পুলিশের এই অভিযান। মৃত্যুঞ্জয় বর্মন নামে এক যুবক পুলিশকে বাধা দেওয়ায় গুলি চলে। স্থানীয়দের অভিযোগ, পুলিশের গুলিতেই মৃত্যু হয়েছে নিরীহ ওই যুবকের। যদিও পুলিশের তরফে এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

[আরও পড়ুন: উত্তরবঙ্গ বন্‌ধ LIVE UPDATE: কোচবিহারে বাস ভাঙচুর, শিলিগুড়িতে উত্তেজনা, বন্‌ধ সফল বলেই দাবি বিজেপির]

এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার রাত থেকেই উত্তপ্ত কালিয়াগঞ্জ। শুক্রবার উত্তরবঙ্গে বিজেপির ডাকে চলছে ১২ ঘণ্টা ধর্মঘট। এই পরিস্থিতিতে কালিয়াগঞ্জের মৃত্যুঞ্জয় বর্মনের মৃত্যুর ঘটনায় এবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ ইন্দ্রনীল খাঁ। পুলিশের গুলিতেই ওই যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ তুলে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন তিনি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্তের দাবিও জানান। জনস্বার্থ মামলা দায়ের করার আবেদন জানিয়েছেন ওই বিজেপি নেতা। অনুমতি দিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

[আরও পড়ুন: রাজ্যে একদিনেই বজ্রপাতে মৃত্যু ১৭ জনের, সপ্তাহজুড়েই বৃষ্টিপাতের সম্ভাবনা জেলায় জেলায়]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement