আকাশনীল ভট্টাচার্য, বারাকপুর: ১৯ মে ভাটপাড়া বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন৷ বাকি মাত্র সপ্তাহখানেক৷ তার আগে প্রচারে ব্যস্ত শাসক-বিরোধী সব দল৷ রবিবার হলেও প্রচারে বিরতি অসম্ভব৷ তাই রবিবার সকালে ৮ নম্বর ওয়ার্ডে ঘুরে জনসংযোগ সারলেন সেখানকার দোর্দণ্ডপ্রতাপ বিজেপি নেতা অর্জুন সিংয়ের পুত্র পবন সিং৷ কথা বললেন সাধারণ ভোটারদের সঙ্গে৷ শুনলেন সমস্যার কথা৷ নির্বাচনী বিধি লাগু থাকার ফলে মুখে কাউকে সমস্যা সমাধানের আশ্বাস দেননি রাজনীতিতে এক্কেবারে আনকোরা পবন৷ তবে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে এলাকাবাসী তাঁকে বেছে নিলে, সমস্যা মেটাবেন বলেই আকারে-ইঙ্গিতে প্রকাশ করলেন পদ্ম শিবিরের সৈনিক৷
ভাটপাড়া বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক ছিলেন তৃণমূল কংগ্রেসের তৎকালীন নেতা অর্জুন সিং। কিন্তু সম্প্রতি তিনি দলবদল করেছেন৷ তৃণমূল ছেড়ে বর্তমানে নাম লিখিয়েছেন গেরুয়া শিবিরে৷ বারাকপুর লোকসভা কেন্দ্র থেকে বিজেপির হয়ে ভোটে লড়ছেনও তিনি৷ ভাটপাড়া বিধানসভা কেন্দ্রটি বিধায়ক শূন্য হওয়ায় এই কেন্দ্রে ফের উপনির্বাচনের সিদ্ধান্ত৷ নির্বাচনী ময়দানে এক্কেবারে চতুর্মুখী লড়াই। তৃণমূলের হয়ে লড়ছেন মদন মিত্র৷ যিনি একজন দুঁদে রাজনীতিক৷ সাংগঠনিক হিসাবে তাঁর পারফরম্যান্স সম্পর্কে নতুন করে বলার কিছুই থাকতে পারে না৷ মদনের বিপরীতে বিজেপির হয়ে বিরোধিতা করছেন পবন কুমার সিং৷ যিনি অর্জুন সিংয়ের ছেলে৷ বাবা সুদক্ষ রাজনীতিক হলেও, ছেলে একেবারেই নবাগত৷ এই প্রথম কোনও নির্বাচনী ময়দানে লড়াই তাঁর৷ ভাটপাড়া উপনির্বাচনে সিপিএম প্রার্থী রঞ্জিত মণ্ডল এবং কংগ্রেস প্রার্থী খাজা মহম্মদ হোসেন৷
রাজনীতিক বিশেষজ্ঞদের মতে, ভাটপাড়ার উপনির্বাচনে এবার মূল লড়াই হবে তৃণমূল এবং বিজেপির৷ যুযুধান দুই পক্ষ৷ হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে প্রাক্তন পরিবহণ মন্ত্রী মদন মিত্র এবং অর্জুনপুত্র পবন সিংয়ের৷ তবে ওয়াকিবহাল মহলের দাবি নিয়ে মাথাব্যথা নেই কোনও দলেরই৷ বরং তৃণমূল, বিজেপি, সিপিএম এবং কংগ্রেস এই চার দলের প্রত্যেক প্রার্থীই তাঁদের জয় সম্পর্কে যথেষ্টই আশাবাদী।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.