Advertisement
Advertisement
Kaliganj

ভোটদানের পর মধ্যমা প্রদর্শন! উপনির্বাচন চলাকালীন বিতর্কে কালীগঞ্জের বিজেপি প্রার্থী

প্রার্থীর দাবি তাঁকে ফাঁসানো হয়েছে।

BJP candidate from Kaliganj in controversy during by-election

বিজেপি প্রার্থীর মধ্যমা প্রদর্শন। নিজস্ব ছবি।

Published by: Subhankar Patra
  • Posted:June 19, 2025 12:46 pm
  • Updated:June 19, 2025 12:55 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কালীগঞ্জ উপনির্বাচনে বিতর্কে বিজেপি প্রার্থী আশিস ঘোষ। ভোটদানের পর মধ্যমা দেখিয়ে শিরোনামে তিনি। যা নিয়ে তৃণমূলের কটাক্ষ , বিজেপির আসল চরিত্র বেরিয়ে এসেছে। বিজেপি প্রার্থীর দাবি তাঁকে ফাসানো হয়েছে।

Advertisement

সকাল থেকেই বিক্ষিপ্ত ঝামেলার মাঝেই শুরু হয়েছে কালীগঞ্জে ভোট গ্রহণ। একটু বেলা গড়াতেই আজব কাণ্ড ঘটান বিজেপির প্রার্থী আশিস। ভোট দিয়ে বেরনেোর পর তিনি সংবাদমাধ্যমের সামনে বাঁ হাতের মধ্যমা দেখান। তাঁর সেই আঙুলেই ভোটের কালির দাগ দেখা গিয়েছে।

এবার প্রশ্ন, কেন মধ্যমায় ভোটের কালি লাগানো হল? যে কোনও ব্যক্তি ভোট দিলে তাঁর বাঁ হাতের তর্জনীতে ভোটের কালি দেওয়া হয়। এক্ষেত্রে কেন মধ্যমা দেওয়া হল?  জেলা নির্বাচনী আধিকারিকের তা কাছে জানতে চাওয়া হয়েছে। এই কাণ্ডের পর বিজেপিকে বিঁধতে ছাড়েনি শাসকদল তৃণমূল। তাদের বক্তব্য বিজেপির আস চরিত্র সামনে এলে চল। বিতর্কের মুখে পড়ে বিজেপি প্রার্থীর দাবি, তাঁকে ফাঁসানো হয়েছে।

শুধু আঙুল বিতর্ক নয়। সকাল থেকে সংবাদ মাধ্যমের শিরনামে বিজেপির ‘আদি’ নেতা আশিস। ভোট শুরু হওয়ার পর পরই প্রিসাইডিং অফিসারকে তৃণমূলের ক্যাডার বলে কটাক্ষ করেন তিনি। বিজেপি এজেন্টকে বসতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ তোলেন তিনি। তাঁকে বাধা দেয় কেন্দ্রীয় বাহিনীও।

এদিকে সকাল ১১টা পর্যন্ত কালীগঞ্জ বিধানসভায় ৩০.৬৪ শতাংশ ভোট পড়েছে। সকালে নিজের এলাকায় ভোট দিয়ে নির্ভয়ে মানুষকে ভোটদানে অংশ নিতে আহ্বান জানিয়েছেন তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement