Advertisement
Advertisement
BJP

কাকদ্বীপে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব! নয়া সভাপতির নামে আপত্তি, হাতাহাতি দু’পক্ষের

গেরুয়া শিবিরের নিচু তলার 'ফাঁপা' চিত্রটি ফের সামনে চলে এসেছে বলে দাবি তৃণমূলের।

BJP factions clashed at Kakdwip
Published by: Subhankar Patra
  • Posted:April 12, 2025 3:59 pm
  • Updated:April 12, 2025 4:20 pm   

সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: ফের প্রকাশ্যে বিজেপির গোষ্ঠী কোন্দল! কাকদ্বীপে মণ্ডল সভাপতি ও জেলা সভপতি নির্বাচন নিয়ে উত্তেজনা নতুন রাস্তা এলাকায়। দুই গোষ্ঠী একে অপরের বিরুদ্ধে মারধর ও হাতাহাতির অভিযোগ তুলেছে। যার জেরে গেরুয়া শিবিরের নিচু তলার ‘ফাঁপা’ চিত্রটি ফের সামনে চলে এসেছে বলে দাবি তৃণমূলের।

Advertisement

বিজেপির একাংশ সূত্রে জানা গিয়েছে, কাকদ্বীপে নতুন মণ্ডল সভাপতি নির্বাচনের পর তাঁকে মেনে নিতে পারেনি। বিজেপিরই এক গোষ্ঠীর অভিযোগ, নতুন সভাপতি নির্বাচনের পর ঠিক মতো কাজ হয় না। যাঁদের সভাপতি নির্বাচন করা হয়েছে, তাঁরা দলের সঙ্গে সেইভাবে যুক্ত ছিলেন না। তারপরও নির্বাচন করা হয়েছে। এক বিজেপি কর্মী বলেন, “আমাদের দলের একাংশ তৃণমূলের সঙ্গে যোগযোগ রেখে চলে। ওদের জন্য দলের সংগঠন ক্ষতিগ্রস্ত হচ্ছে। এদের মূল উদ্দেশ্য পদ দখল করে রাখা। এই নেতাদের জন্য আমাদের পুরনো কর্মীরা বাড়িতে বসে গিয়েছে।” তা নিয়েই কাকদ্বীপের পার্টি অফিসের সামনে ঝামেলা বাঁধে। আরেক অংশ বলেন, ” আমাদের মারধর করা হয়েছে। মোবাইল কেড়ে নিয়েছে। ওরা আমাদের দলেরই লোক।”

তবে মথুরাপুর বিজেপি সাংগঠনিক জেলার সভাপতি নবেন্দুসুন্দর দাস বলেন, “একটা ঘটনা ঘটেছে। তেমন বড় বিষয় নয়।” এই ঘটনার পরই বিজেপির গোষ্ঠী দ্বন্দ্ব আরও একবার সামনে এসে বলে দাবি তৃণমূল। সাংগঠনিক ভাবে বিজেপি দাঁত ফোটাতে পারবে না বলেই দাবি তাদের। ঘটনায় চাঞ্চল্য এলাকায়।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ