Advertisement
Advertisement
Shahjahan Sheikh

দ্বিতীয় শাহজাহান! জেলা কর্মাধ্যক্ষের সাম্রাজ্য নিয়ে বিজেপি নেতার অভিযোগে সরগরম বসিরহাট

একসময়ের ভ্যানচালক শাহানুর আজ কয়েকশো কোটি টাকার মালিক!

BJP leader accuses that someone like Shahjahan Sheikh is emerging at Basirhat who makes assets illegally
Published by: Sucheta Sengupta
  • Posted:September 19, 2025 9:32 pm
  • Updated:September 19, 2025 9:34 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বসিরহাটে উত্থানের মুখে দ্বিতীয় ‘শেখ শাহজাহান’! তৃণমূল সংখ্যালঘু সেলের রাজ্য সম্পাদক ও উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের খাদ্য ও সরবরাহ দপ্তরের কর্মাধ্যক্ষ শাহানুর মণ্ডলকে ঘিরে চাঞ্চল্যকর অভিযোগ তুললেন বিজেপি নেতা অভিজিৎ দাস ববি। তাঁর অভিযোগ, একসময়ের ভ্যানচালক শাহানুর আজ কয়েকশো কোটি টাকার মালিক। বসিরহাট দক্ষিণ বিধানসভা এলাকায় তাঁর সাম্রাজ্যের বিস্তার ঘটেছে চোখে পড়ার মতো! কীভাবে এই বিপুল সম্পত্তি গড়ে উঠল? সেই প্রশ্ন তুলেছেন ববি।

Advertisement

বিজেপি নেতা ববির দাবি, বসিরহাটের কুখ্যাত পাচারচক্রের হোতা বারিক বিশ্বাসের ঘনিষ্ঠ অনুগামী শাহানুর। এক নাম, এক পরিবার, এক সিন্ডিকেটের উপর ভর করেই চলছে তাঁর দাপট। বড় ভাইয়ের দখলে রয়েছে অন্তত ১৫টি ইটভাটা, বাকিটা সামলাচ্ছে শাহানুরের নিজস্ব বাহিনী। পরিবারতন্ত্রও স্পষ্ট সেখানে। ভাই সাহারাপ মণ্ডল এখন পঞ্চায়েত প্রধান, তাঁর ঘনিষ্ঠ গোলাম মোস্তফা গাজিও প্রধান। অভিযোগ, এঁরা মিলে জমি দখল থেকে সরকারি রাস্তার টেন্ডারে কাটমানি, কৃষক মান্ডি সিন্ডিকেট থেকে কালোবাজারি – সবই চালাচ্ছেন সংগঠিতভাবে।

অভিযোগ আরও গুরুতর। রেশন দুর্নীতি, গরু পাচার, ব্ল্যাকমেল চক্র, এমনকী সাধারণ মানুষকে মিথ্যে মামলায় জড়ানো – সবেতেই সক্রিয় শাহানুর ‘নেটওয়ার্ক’! অভিযোগ, পুলিশের চোখের সামনেই চলছে সাম্রাজ্য বিস্তার, অথচ প্রশাসন নির্বিকার। এলাকাবাসীর অভিযোগ, পুলিশের একাংশও নাকি রয়েছে তাঁর ছত্রছায়ায়। অভিজিৎ দাস ববির আরও বক্তব্য, “ঠিক সন্দেশখালির শেখ শাহজাহানের মতোই বসিরহাট দক্ষিণ বিধানসভায় অঘোষিত শাসক হয়ে উঠেছেন শাহানুর মণ্ডল। রেশন থেকে রাস্তা, বাজার থেকে মান্ডি – সবকিছুর উপর তাঁরই হাত।” ববি শুধু অভিযোগ তুলেই থামেননি, ইতিমধ্যেই ইডি ও সিবিআইয়ের কাছে লিখিত অভিযোগ দাখিল করেছেন। তাঁর দাবি, “অবিলম্বে তদন্ত শুরু না হলে পরিস্থিতি আরও ভয়ংকর রূপ নেবে।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ