Advertisement
Advertisement

Breaking News

Alipurduar

মোদির নামে আপত্তিকর পোস্ট যুবকের! কান ধরে ওঠবস করানোর অভিযোগে গ্রেপ্তার বিজেপি নেতা

বিজেপি বিধায়ক মনোজ ওঁরাও পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভপ্রকাশ করেছেন।

BJP leader arrested in Alipurduar

গ্রেপ্তার বিজেপি নেতা বিপ্লব দাস।

Published by: Suhrid Das
  • Posted:April 28, 2025 2:23 pm
  • Updated:April 28, 2025 3:10 pm  

রাজ কুমার, আলিপুরদুয়ার: দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ বিজেপিশাসিত কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে সোশাল মিডিয়ায় আপত্তিজনক পোস্ট করেছিলেন এক ব্যক্তি। তারপরই ওই ব্যবসায়ীর উপর চড়াও হয়েছিল স্থানীয়দের একটা অংশ। কান ধরে ওঠবোস করানো হয় বলে অভিযোগ। ওই ব্যক্তিকে এলাকা ছাড়ার নিদানও দেওয়া হয় বলে অভিযোগ। আলিপুরদুয়ারের শনিবারের সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ গ্রেপ্তার করল কুমারগ্রামের বিজেপি নেতা বিপ্লব দাসকে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। বিজেপি বিধায়ক মনোজ ওঁরাও পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভপ্রকাশ করেছেন।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বারবিশা এলাকার এক ব্যক্তি প্রধানমন্ত্রী-সহ বিজেপি নেতাদের নামে আপত্তিকর পোস্ট করেছিলেন। শনিবার কুমারগ্রামের জেলা বিজেপির সম্পাদক বিপ্লব দাসের নেতৃত্বে কয়েকজন ওই ব্যক্তির উপর চড়াও হয়েছিলেন বলে অভিযোগ। হুমকি দেওয়ার পাশাপাশি ওই ব্যক্তিকে প্রকাশ্যে কান ধরে ওঠবোস করানো হয় বলে অভিযোগ। সম্পত্তি বিক্রি করে ওই ব্যক্তিকে এলাকা ছাড়ার নিদানও দেওয়া হয় বলে অভিযোগ। সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ রবিবার রাতে ওই বিজেপি নেতাকে গ্রেপ্তার করেছে। তাঁর বিরুদ্ধে একাধিক জামিনঅযোগ্য ধারায় মামলা দেওয়া হয়েছে বলে খবর।

সেই ঘটনা জানাজানি হতেই সোমবার সকাল থেকে এলাকায় চাপা উত্তেজনা শুরু হয়েছে। বাংলা-অসম সীমানায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের ভূমিকায় ক্ষোভপ্রকাশ করেছে বিজেপি নেতা-কর্মীরা। পুলিশ তাঁকে কোথায় নিয়ে রেখেছে সে কথাও জানা যাচ্ছে না বলে অভিযোগ। গোটা বিষয়টিতে চরম ক্ষোভপ্রকাশ করেছেন কুমারগ্রামের বিধায়ক মনোজ ওঁরাও। যে ব্যক্তি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর পোস্ট করেছিল, তাঁর বিরুদ্ধে পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। এদিকে বিপ্লব দাস ঘটনার প্রতিবাদ করায় তাঁকে গ্রেপ্তার করা হল! জামিন অযোগ্যধারায় তাঁর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে বলেও বিধায়ক অভিযোগ করেছেন। এই ঘটনার প্রতিবাদে এলাকায় বিজেপির তরফে প্রতিবাদ, আন্দোলনেও নামা হবে বলে তিনি জানিয়েছেন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement