Advertisement
Advertisement
Koustav Bagchi

হাসপাতালে ‘দাদাগিরি’ কাণ্ডে আগাম জামিনের পর থানায় হাজিরা, ‘কোর্টে দেখা হবে’, হুঁশিয়ারি কৌস্তভের

প্রায় ১৫ মিনিট তাঁকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।

BJP leader Koustav Bagchi visit Mohanpur police station
Published by: Sayani Sen
  • Posted:July 12, 2025 5:17 pm
  • Updated:July 12, 2025 5:18 pm  

অর্ণব দাস, বারাসত: হাসপাতালে ‘দাদাগিরি’ কাণ্ডে আগাম জামিনের পর মোহনপুর থানায় হাজিরা বিজেপি নেতা কৌস্তভ বাগচীর। প্রায় ১৫ মিনিট তাঁকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। হাজিরা দিয়ে বেরনোর পর তিনি বলেন, “তৃণমূল বিধায়কের ক্ষেত্রে পুলিশ নিষ্ক্রিয়। সেই একই ঘটনায় বিজেপি নেতাদের প্রতি পুলিশ অতিসক্রিয়। একের পর এক আমাকে অবান্তর প্রশ্ন করা হল। হেনস্তা করার মানসিকতা নিয়ে ডাকা হয়েছে। পুলিশকে বলে এসেছি কোর্টে দেখা হবে।”

Advertisement

প্রসঙ্গত, গত ১ জুলাই, বারাকপুরের ওয়ারলেস মোড সংলগ্ন বেসরকারি হাসপাতালে রোগীমৃত্যুর ঘটনায় বিজেপি নেতা কৌস্তভ বাগচীর বিরুদ্ধে আঙুল উঁচিয়ে চিকিৎসকদের হুমকি, শাসানোর অভিযোগ ওঠে। ঘটনার ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। তার ফলে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। বেসরকারি হাসপাতালে শুধু বিজেপি নেতা নন, আরও অনেকে উত্তেজনা ছড়িয়েছিল বলেও অভিযোগ উঠেছিল। তদন্তে নেমে কৌস্তভ-সহ আরও একজনকে চিহ্নিত করা হয় বলেই খবর। পুলিশ পরপর তিনবার থানায় তলব করে কৌস্তভকে নোটিস পাঠায়। পালটা বারাকপুর আদালতে গিয়ে আগাম জামিন নেন বিজেপি নেতা।  

হাসপাতালে ‘দাদাগিরি’র প্রতিবাদে বারাকপুর পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের ওল্ড ক্যালকাটা রোড সংলগ্ন কৌস্তভের বাড়ির এলাকায় একাধিকবার বিক্ষোভ দেখায় তৃণমূল। বিজেপি নেতার দাবি, বাড়ি ঘেরাও করা হয়েছে। যদিও সে অভিযোগ খারিজ করেছে শাসক শিবির। তাদের দাবি, বাড়ি ঘেরাওয়ের কোন ঘটনা ঘটেনি। বিজেপি নেতা চিকিৎসকদের অশ্লীল ভাষায় গালিগালাজ করে হেনস্তা করেছেন। গণতান্ত্রিক পন্থায় তার প্রতিবাদ জানানো হয়েছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement