Advertisement
Advertisement
TMC

‘নিষিদ্ধপল্লির মা-বোনেদেরও সম্মান রয়েছে, ওর নেই’, সুমন কাঞ্জিলালকে বেনজির আক্রমণ BJP নেতার

মন্তব্যের তীব্র নিন্দা করেছেন তৃণমূল সাংসদ শান্তনু সেন।

BJP leader lashes out at Suman Kanjilal | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:February 10, 2023 11:07 am
  • Updated:February 10, 2023 11:15 am   

শান্তনু কর, জলপাইগুড়ি: এবার সদ্য দলত্যাগী বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলালকে (Suman Kanjilal) একহাত নিলেন জলপাইগুড়ির বিজেপি সভাপতি। তাঁকে বিশ্বাসঘাতক বলে কটাক্ষ করলেন। বললেন, “নিষিদ্ধপল্লির মা-বোনেদের যা সম্মান রয়েছে ওনার তা-ও নেই।” এই মন্তব্যে স্বাভাবিকভাবেই দানা বেঁধেছে বিতর্ক। তীব্র নিন্দা করেছেন তৃণমূল সাংসদ শান্তনু সেন (Shantanu Sen)।

Advertisement

আলিপুরদুয়ারের বিধায়ক (BJP MLA) সুমন কাঞ্জিলাল তৃণমূলে যোগ দেওয়াকে কেন্দ্র করে কয়েকদিন ধরেই চাপানউতোর চলছে রাজনৈতিক মহলে। খোদ রাজ্যের বিরোধী দলনেতা তাঁকে আক্রমণ করেছেন। এবার জলপাইগুড়ির বিজেপি সভাপতি বাপী গোস্বামীর নিশানায় সুমন কাঞ্জিলাল। বিধায়ককে নজিরবিহীনভাবে কটাক্ষ করেন তিনি। বলেন, “সুমন কাঞ্জিলাল বিশ্বাস ঘাতক। নিষিদ্ধপল্লির মা-বোনেদের যা সম্মান রয়েছে, ওনার সেটাও নেই।” বাপী গোস্বামীর কথায়, “উনি বিজেপির প্রতীকে লড়াই করেছেন বলেই জিতেছেন। ক্ষমতা থাকলে পদত্যাগ করে তৃণমূলে যোগদান করুন।”

[আরও পড়ুন: তৃণমূলে উত্তরবঙ্গের আরও এক বিধায়ক? অভিষেকের সভার আগে ঘর বাঁচাতে মরিয়া বিজেপি]

বিজেপি নেতার এহেন মন্তব্যের তীব্র নিন্দা করেছেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। তিনি বলেন, “নারীজাতিকে অপমান করেছেন উনি। অনেকেই আছেন যারা তৃণমূলের সাংসদ হয়েও বিজেপির মঞ্চে ঘোরেন, আগে তাঁদের পদত্যাগ করতে বলুন।” শান্তনু সেনের কথায়, বিজেপি আদতে হতাশ। আর সেই হতাশা থেকেই এহেন কাজ করছে।

[আরও পড়ুন: জামিন মিলল না নওশাদ সিদ্দিকীর, আরও ১৪ দিন কাটবে পুলিশ হেফাজতেই]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ